মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোমবার বিচারকদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বিতর্ক তৈরি করলেন বুলগেরিয়ার কোচ ও বক্সার। তবে এই বিতর্কের মাঝেও জয়জয়কার ভারতীয়দের। এ দিনই প্রি-কোয়ার্টার ফাইনালের বাঁধা টপকে শেষ আটে গেলেন সনিয়া চহাল (৫৭ কেজি), পিঙ্কি রানি (৫১ কেজি) ও সিমরনজিৎ কৌর (৬৪ কেজি)। দিনের নায়ক অবশ্যই সনিয়া। তিনি হারান ২০১৪ সালে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী বুলগেরিয়ার স্তানিমিরা পেত্রোভাকে।
এর আগেই কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছিলেন মেরি কম (৪৮ কেজি), মণীষা মউন (৫৪ কেজি), লভলিনা বরগোঁহেন (৬৯ কেজি), ভাগ্যবতী কাছারি (৮১ কেজি) ও সীমা পুনিয়া (৮১ কেজি-র বেশি বিভাগ) ফলে সব বিভাগ মিলিয়ে ১০ জনের ভারতীয় দল থেকে কোয়ার্টার ফাইনালে গেলেন আট ভারতীয় বক্সার। মঙ্গলবার অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনাল। ফলে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে পদকপ্রাপ্তি থেকে এক ম্যাচ দূরে রয়েছেন এই আট ভারতীয় বক্সার। এর আগে শেষ দুই বিশ্ব চ্যাম্পিয়নশিপ মিলিয়ে ভারতের পদক সংখ্যা ছিল তিন। যদি এই আট বক্সারই পদক পান, তা হলে এটিই হবে সাম্প্রতিক কালে ভারতীয় মহিলা বক্সিংয়ের সব চেয়ে ভাল ফল। এর আগে ২০০৬ সালে ভারতে অনুষ্ঠিত বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে আটটি পদক জিতেছিল ভারত।
এ দিন প্রি কোয়ার্টার ফাইনালে ভারতের একমাত্র খারাপ খবর, সয়েটি বুরা (৭৫ কেজি)-র হার। ভারতীয় শিবিরের দাবি, রবিবার সরিতা দেবীর মতোই বিচারকদের ভুল সিদ্ধান্তের শিকার হতে হয়েছে সয়েটি-কে। যা নিয়ে ক্ষোভ ব্যক্ত করেন ভারতীয় দলের কোচ শিব সিংহ।