কোচ সঞ্জয় সেন চাইছিলেন, আই লিগের কথা ভেবে এএফসি কাপের ম্যাচে জনাকয়েক ফুটবলারকে বিশ্রাম দিতে। কিন্তু তাতে সবার আগে বেঁকে বসলেন টিমের মহাতারকা সনি নর্ডি। তিনি বুধবার মাজিয়া ম্যাচ খেলতে চান। ফলে চিন্তা বদল করতে হচ্ছে বাগান কোচকে।
গুয়াহাটিতে মলদ্বীপের ক্লাবের বিরুদ্ধে চার বিদেশি নিয়েই নামছে সবুজ-মেরুন। অন্তত রাত পর্যন্ত সে রকমই ভেবে রেখেছেন সঞ্জয়। এ দিন গুয়াহাটি থেকে ফোনে বললেন, ‘সনি নিজেই খেলতে চাইছে। ভাবছি চার বিদেশি নিয়েই শুরু করব। পরিস্থিতি বুঝে পরে তুলে নেব। সনিকে পুরো ম্যাচ খেলানোর ইচ্ছে নেই আমার।’’ সূত্রের খবর, আই লিগের টিমে কিছু পরিবর্তন ঘটানো হতে পারে এএফসির ম্যাচে। কোচ জানাচ্ছেন, লেনি রডরিগেজকে এই ম্যাচে দেখে নিতে চান।
আই লিগে লাজং ম্যাচের আগে চোটের কারণে পুরো ম্যাচ খেলতে পারবেন না বলে জানিয়েছিলেন সনি। কিন্তু সে দিনও দলের প্রয়োজনে পুরো ম্যাচ খেলেছিলেন। এএফসি কাপেও খেলতে নাছোড় কেন তিনি? সংবাদমাধ্যমে সনি বলেন, ‘‘আন্তর্জাতিক টুর্নামেন্টে ভাল ফল করতে পারলে, সেটা মোহনবাগানের কাছে বড় সম্মানের হবে। আমার কাছে তাই আই লিগের মতো এএফসি কাপেরও বিরাট গুরুত্ব। এই ট্রফিও দু’ হাতে ধরেছি, স্বপ্ন দেখি। যেমন আই লিগ নিয়ে দেখেছিলাম।’’
মলদ্বীপের ক্লাবটির কিছু ভিডিও ফুটেজ দেখেছেন সনির কোচ। ‘‘ওদের টিমে আট জন মলদ্বীপের জাতীয় দলের ফুটবলার আছে। শুনলাম, এক বিদেশি নিয়ে এসেছে। গতবার ওদের দেশের লিগের সর্বোচ্চ গোলদাতাও এসেছে,’’ কথাগুলো বলার সময় চিন্তিত শোনাল সঞ্জয়ের গলা। দেখার আই লিগ এবং এএফসি টুর্নামেন্ট পাশাপাশি দু’টো টুর্নামেন্টকে কী ভাবে সামাল দেন বাগান কোচ!