সনি নর্দে-কে পরের মরসুমে আর সবুজ-মেরুন জার্সি পরে খেলতে দেখা যাবে না। যে খবর আগেই প্রকাশিত হয়েছিল আনন্দবাজারে। হাইতি মিডিয়ো-সহ আগের মরসুমে খেলা সব বিদেশির বকেয়া মিটিয়ে ছেঁটে ফেলল মোহনবাগান। তাঁদের জানিয়ে দেওয়া হল, নতুন মরসুমের যিনি কোচ হবেন তিনি চাইলে ফের ডাকা হবে।
মঙ্গলবারই নিজেদের দেশে ফিরে গেলেন অনেকে। ক্লাব সূত্রের খবর, দিপান্দা ডিকা, হেনরি কিসেক্কা, ইউতা কিনোয়াকি, কিংগসলে ওবুমেনেমেদের কাউকেই আর রাখা হবে না। নেওয়া হবে নতুন বিদেশি। স্বদেশি ফুটবলারদের তালিকাও তৈরি করেছেন ক্লাবের কর্মসমিতির প্রাক্তন ফুটবলারেরা। তালিকায় থাকা সেই ফুটবলারদের সঙ্গে পরের মরসুমের চুক্তিতে সই করিয়ে বকেয়া মিটিয়ে দেওয়া হবে।