Advertisement
১৬ এপ্রিল ২০২৪

কাশ্মীর ম্যাচে সনি, ছুটিতে আলেসান্দ্রো

রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে বহু দিন পরে খেলতে দেখা যাবে সনি নর্দেকে। তবে ওমর এলহুসেইনি আগামী রবিবার খেলতে পারবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। নেরোকা ম্যাচে চোট পেয়েছিলেন মিশরের এই মিডিয়ো। তাঁর এমআরআই হয়েছে। সোমবার বোঝা যাবে চোট কতটা। 

সনি নর্দে। —ফাইল চিত্র।

সনি নর্দে। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮ ০২:২১
Share: Save:

রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে বহু দিন পরে খেলতে দেখা যাবে সনি নর্দেকে। তবে ওমর এলহুসেইনি আগামী রবিবার খেলতে পারবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। নেরোকা ম্যাচে চোট পেয়েছিলেন মিশরের এই মিডিয়ো। তাঁর এমআরআই হয়েছে। সোমবার বোঝা যাবে চোট কতটা।

আই লিগের দশ ম্যাচে মাত্র আড়াই ম্যাচ খেলা সনিকে নিয়ে সমালোচনার ঢেউ উঠেছে ক্লাবের অন্দরে। দেড় কোটি টাকা খরচ করে হাইতি স্ট্রাইকারকে নিয়ে কী লাভ হয়েছে, তা নিয়ে প্রশ্নের মুখে ক্লাব প্রশাসন। শুক্রবার নেরোকার কাছে হারের পরে যা আরও তীব্র হয়েছে। দলের রক্ষণ সামলানোর জন্য একজন বিদেশি নেওয়ার জন্য চাপও বাড়ছে। সনি নিজে এ দিন অনুশীলন করেছেন। মরিয়া চেষ্টা চালাচ্ছেন মাঠে ফেরার। ক্লাব সূত্রের খবর, তীব্র চাপের মুখে কোচ শঙ্করলাল চক্রবর্তী তাঁকে কাশ্মীরের বিরুদ্ধে খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন। এ দিনই মণিপুর থেকে শহরে ফিরেছেন হেনরি কিসেক্কারা। আপাতত তাঁদের বর্ষশেষের ছুটি দিয়ে দেওয়া হয়েছে। নতুন বছরে ফের শুরু হবে অনুশীলন। লিগ টেবলের যা অবস্থা, তাতে খেতাবের দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়ছেন দিপান্দা ডিকারা। এই আবহে শনিবার দুপুরে মোহনবাগানের মূল ফটকের সামনে বিক্ষোভ দেখিয়েছেন সমর্থকেরা। জনা তিরিশ সদস্য-সমর্থক ক্লাবের স্পনসর না পাওয়া থেকে দলের বর্তমান হাল নিয়ে নানা প্রশ্ন তুলে একটি স্মারকলিপিতে সই সংগ্রহ করেন। কোনও কর্তাই তাঁবুতে ছিলেন না। অফিসে চিঠি জমা দিয়ে চলে যান তাঁরা। কর্তারা অবশ্য এই বিক্ষোভকে তেমন গুরুত্ব দিচ্ছেন না। তাঁরা আইএসএল খেলার জন্য স্পনসরের খোঁজ করছেন। এটিকের সঙ্গে মোহনবাগানের সংযুক্তিকরণের চেষ্টা চালাচ্ছেন আইএসএল কর্তারা। তাঁরা চাইছেন তিনটি নয়, দুটি দল খেলুক কলকাতা থেকে। কিন্তু সেটা মনে হচ্ছে বাস্তবে রূপ পাবে না। শোনা যাচ্ছে, কলকাতার দল এটিকে-কে সত্তর শতাংশের বেশি শেয়ার ছাড়লে পরে সেটা বুমেরাং হতে পারে বলে ভয় পাচ্ছেন মোহনবাগানের শীর্ষ কর্তারা। লাল-হলুদে অবশ্য ছবিটা উল্টো। কাশ্মীরের সঙ্গে ড্র করলেও ইস্টবেঙ্গল হাল ছাড়েনি মোহনবাগানের মতো। এ দিন যাঁরা কাশ্মীর ম্যাচ খেলেননি তাঁদের নিয়ে অনুশীলন হয়েছে। তবে দলের চিফ কোচ আলেসান্দ্রো মেনেন্দেস ছুটি কাটাতে স্পেনে গিয়েছেন। আলেসান্দ্রো স্পেনে থেকেই অনুশীলনের রূপরেখা পাঠিয়ে দেবেন। তিনি ফিরবেন জানুয়ারির প্রথম সপ্তাহের শেষে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE