খবরটা হাওয়া ভাসছিল কয়েকদিন ধরেই। অপেক্ষা ছিল শুধু ক্রীড়া মন্ত্রক থেকে কবে পাকাপাকি ভাবে জানানো হবে। রবিবার সকালে সেটাই ঘটল। এ বছর অর্জুন পুরস্কার পাচ্ছেন শিলিগুড়ির টেবল টেনিস খেলোয়াড় সৌম্যজিৎ ঘোষ। এ দিন সকালেই ক্রীড়ামন্ত্রক থেকে ইমেলে বিস্তারিত তাঁকে জানানো হয়েছে। ২৩ বছরের তরুণের অদম্য প্রচেষ্টাই তাঁকে ওই সম্মান পেতে সাহায্য করেছে বলে একবাক্যে স্বীকার করেন শিলিগুড়ির অপর অর্জুন মান্তু ঘোষ, শুভজিৎ সাহা বা টেবল টেনিস ফেডারেশন অব ইন্ডিয়ার কর্তারা।
এ বছর রিও দে জেনেইরো এবং তার আগে লন্ডন অলিম্পিকে খেলেছেন সৌম্যজিৎ। গত বছর কমনওয়েলথে ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে পুরুষ বিভাগে ভারতীয় টেবল টেনিস দল চ্যাম্পিয়ন হওয়ার পিছনে এই তরুণের অবদান অনেকটাই। ক্যাডেট থেকে সিনিয়র সব বিভাগেই জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার খেতাব রয়েছে তাঁর ঝুলিতে। জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে পেয়েছেন প্রচুর পদক। যা তাঁকে ওই সম্মানের জায়গায় পৌঁছে দিয়েছে বলে মনে করছেন মান্তু, শুভজিৎরা।
সৌম্যজিতের ওই সম্মানে উচ্ছ্বসিত টেবল টেনিস ফেডারেশনের কর্তারাও। ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ধনরাজ চৌহ্বান বলেন, ‘‘ওর লড়াকু মানসিকতা, টেবল টেনিসের প্রতি দায়বদ্ধতা, আনুগত্য এবং পরিশ্রম করার ক্ষমতাই ওকে এই জায়গায় পৌঁছে দিয়েছে।’’ শহরে ফিরলে নর্থবেঙ্গল টেবল টেনিস অ্যাসোসিয়েশনের তরফে তাঁকে সংবর্ধনা দেওয়ার কথা জানানো হয়। সৌম্যজিৎকে অভিনন্দন জানিয়েছেন মেয়রও।