Advertisement
২৬ এপ্রিল ২০২৪

টার্নের আশ্বাস দিচ্ছেন না সৌরভ

কানপুরে স্পিন-সহায়ক উইকেটে রবিচন্দ্রন অশ্বিন দুশো টেস্ট উইকেটের নজির ছুঁয়েছেন। রবীন্দ্র জাডেজা ম্যাচের সেরা হয়েছেন। ভারতের পাঁচশোতম টেস্ট জয়ে বড় অবদান রেখেছেন দুই স্পিনার। ইডেনে দ্বিতীয় টেস্টে অবশ্য বিরাট কোহালিরা টার্নিং উইকেট পাবেন কি না, তা নিয়ে এখনও ঘোর অনিশ্চয়তা থেকে যাচ্ছে।

দুই অস্ত্র অশ্বিন, জাডেজাকে নিয়ে ইডেন টেস্ট খেলতে শহরে পৌঁছে গেলেন কোহালি। মঙ্গলবার।

দুই অস্ত্র অশ্বিন, জাডেজাকে নিয়ে ইডেন টেস্ট খেলতে শহরে পৌঁছে গেলেন কোহালি। মঙ্গলবার।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৬ ০৪:২১
Share: Save:

কানপুরে স্পিন-সহায়ক উইকেটে রবিচন্দ্রন অশ্বিন দুশো টেস্ট উইকেটের নজির ছুঁয়েছেন। রবীন্দ্র জাডেজা ম্যাচের সেরা হয়েছেন। ভারতের পাঁচশোতম টেস্ট জয়ে বড় অবদান রেখেছেন দুই স্পিনার।

ইডেনে দ্বিতীয় টেস্টে অবশ্য বিরাট কোহালিরা টার্নিং উইকেট পাবেন কি না, তা নিয়ে এখনও ঘোর অনিশ্চয়তা থেকে যাচ্ছে। টেস্ট শুরুর বাহাত্তর ঘণ্টা আগেও। সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় অন্তত তাই বলে দিচ্ছেন। গত সোমবার উইকেট পরখ করতে সৌরভ নিজেই বল করতে নেমে গিয়েছিলেন। সেই নিয়ে এ দিন জিজ্ঞেস করা হলে সিএবি প্রেসিডেন্ট বললেন, ‘‘পিচে টার্ন হবে বলে মনে হচ্ছে না। এত বৃষ্টি হচ্ছে যে, উইকেটে প্রচুর আর্দ্রতা রয়ে গিয়েছে এখনও। ঘাসও আছে। দেখা যাক, ম্যাচ শুরুর আগে কতটা কী হয়।’’

পিচ প্রস্তুতির সময় টানা বৃষ্টিতে ইডেনের বাইশ গজ তৈরির কাজ ক্রমাগত ব্যাহত হয়েছে। এবং এখনও পিচের নীচের স্তরে জমে থাকা জল পুরোটা শুকোনো যায়নি। হঠাৎ হঠাৎ বৃষ্টি হচ্ছে বলে অনেকক্ষণই কভার দিয়ে ঢেকে রাখা হচ্ছে উইকেট। টানা রোদ পাওয়া মুশকিল হয়ে দাঁড়িয়েছে। এবং আরও আশঙ্কার, টেস্টের মধ্যেও বৃষ্টির পূর্বাভাস থাকছে শহরে। সব মিলিয়ে এখনও যা পরিস্থিতি, ইডেন উইকেট নিয়ে অশ্বিন-জাডেজাদের খুশি হওয়ার কথা নয়। বরং পিচ-পরিবেশ দেখে ট্রেন্ট বোল্ট, নিল ওয়্যাগনার প্রমুখ নিউজিল্যান্ড পেসারদের মুখে হাসি ফোটার কথা।


চলছে ‘ইডেন-বেল’ পরিষ্কারের কাজ। আজ বুধবার যেখানে তা টাঙানো হবে।

এ দিকে, এ দিন ইডেন পরিদর্শন করে গেল কলকাতা পুলিশ। তারা জানিয়েছে যে, টেস্টের প্রথম দিন কপিল দেব-ভিভিএস লক্ষ্মণ-বীরেন্দ্র সহবাগদের নিয়ে যে টক শো হওয়ার কথা, তা খোলা জায়গায় না করতে। এমনিতে ঠিক ছিল, ‘কে’ এবং ‘এল’ ব্লকের লাগোয়া চত্বরে টক শো হবে। পুলিশের আপত্তির পরে সেটাকে সিএবির তিন তলায় করার কথা ভাবা হচ্ছে।

ছবি: শঙ্কর নাগ দাস

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sourav Ganguly Turner wicket eden test
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE