ইডেনের দিন-রাতের টেস্ট সুপারহিট। সফলভাবে ম্যাচ আয়োজন করার জন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় প্রশংসিত হচ্ছেন সর্বত্র।
সচিন তেন্ডুলকর থেকে রাহুল দ্রাবিড়—সবাই উচ্ছ্বসিত প্রশংসা করেছেন একসময়ের সতীর্থকে। এ হেন সৌরভের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় মজার খুনসুটিতে মেতে উঠলেন মেয়ে সানা।
আড়াই দিনের কম সময়ে বাংলাদেশকে উড়িয়ে দিয়ে দু’ ম্যাচের টেস্ট সিরিজ জিতে নেয় ভারত। পুরস্কার বিতরণী মঞ্চে ভারত অধিনায়ক বিরাট কোহালির হাতে ট্রফি তুলে দেন সৌরভ। সেই ছবি ভারতের প্রাক্তন অধিনায়ক পোস্ট করেন ইনস্টাগ্রামে। সৌরভের সেই ছবিতে সানা লেখেন, ‘কেন তুমি এত বিরক্ত?’