সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় দলের ক্যাপ্টেন থাকার সময়ে নির্বাচিত হন মহেন্দ্র সিংহ ধোনি।
২০০৪ সালের ২৩ ডিসেম্বর বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে ম্যাচ দিয়ে অভিষেক ঘটেছিল মাহির। তখন থেকেই ভারতীয় ক্রিকেটে শুরু ধোনি-যুগ।
ধোনিকে দলে নেওয়ার জন্য জাতীয় নির্বাচকদের কাছে সৌরভই সওয়াল করেন। তার পর বাকিটা ইতিহাস। ভারতের ওপেনার ময়ঙ্ক আগরওয়ালের সঙ্গে টুইটারে কথা বলার সময়ে ধোনির নির্বাচন প্রসঙ্গে সৌরভ বলেছেন, ‘‘ক্যাপ্টেনের কাজই হল সেরা দল গড়া। একজন ক্যাপ্টেন তার বিচক্ষণতা, দূরদৃষ্টি দিয়ে বুঝতে পারে কোন প্লেয়ার তার জন্য সেরাটা দেবে।’’
ধোনিকে দেখে সে রকমই মনে হয়েছিল সৌরভের। মহারাজ বলছেন, ‘‘আমি খুশি যে, ভারতীয় ক্রিকেট মহেন্দ্র সিংহ ধোনিকে পেয়েছে। ও অবিশ্বাস্য একজন ক্রিকেটার।’’