Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

৩০ সেপ্টেম্বর ২০২২ ই-পেপার

URL Copied
Something isn't right! Please refresh.

বিজয় শঙ্করকে বিশ্বকাপের স্কোয়াডে দেখতে চাইছেন সৌরভ

হার্দিক পান্ড্য যদি দলের প্রথম অলরাউন্ডার হন, তা হলে কি আরও দু’জন অলরাউন্ডার হিসেবে বিজয় ও জাডেজাকে রাখা সম্ভব ১৫ জনের দলে? সংশয় থেকেই যাচ্ছ

নিজস্ব প্রতিবেদন
কলকাতা ০৮ মার্চ ২০১৯ ১৬:০২
Save
Something isn't right! Please refresh.
বিজয় শঙ্করের পারফরম্যান্সে সন্তুষ্ট সৌরভ।

বিজয় শঙ্করের পারফরম্যান্সে সন্তুষ্ট সৌরভ।

Popup Close

ইংল্যান্ডে বিশ্বকাপের স্কোয়াডে থাকার দাবি জোরালো করেছেন অলরাউন্ডার বিজয় শঙ্কর। নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচের পর তাঁকে নিয়ে উচ্ছ্বসিত ক্রিকেটমহল।

অলরাউন্ডার হিসেবে নজর কেড়েছেন বাঁ-হাতি রবীন্দ্র জাডেজাও। ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে অবদান রাখছেন তিনি। একইসঙ্গে বিশ্বকাপের দলে থাকার দাবিও তুলে ধরছেন। কিন্তু, হার্দিক পান্ড্য যদি দলের প্রথম অলরাউন্ডার হন, তা হলে কি আরও দু’জন অলরাউন্ডার হিসেবে বিজয় ও জাডেজাকে রাখা সম্ভব ১৫ জনের দলে? সংশয় থেকেই যাচ্ছে।

এই আবহেই মুখ খুলেছেন প্রাক্তন জাতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর মতে, পারফরম্যান্সের ভিত্তিতে বিজয় শঙ্করের অবশ্যই থাকা উচিত বিশ্বকাপের স্কোয়াডে। সৌরভ বলেছেন, “নাগপুরে দারুণ বল করেছিল বিজয়। আমার মনে হয় বিশ্বকাপের দলে থাকা উচিত ওর। কিন্তু জাডেজার থাকার কথা নয় দলে।” ঘটনা হল, নাগপুরে শেষ ওভারে মারাত্মক চাপের মধ্যে মাথা ঠাণ্ডা রেখে বল করে জয় ছিনিয়ে আনেন বিজয়। নেন দুই উইকেট। তার আগে ব্যাটিংয়েও নিজের জাত চেনান তিনি। দুর্ভাগ্যবশত রান আউট হওয়ায় বড় রান পাননি। কিন্তু, তাঁর ব্যাটিং-দক্ষতা প্রশংসা কুড়োয় ক্রিকেটমহলের।

Advertisement

বিজয় শঙ্কর সম্পর্কে কতটা জানেন, দেখে নিন

আরও পড়ুন: আর ২৭ রান করলে একদিনের ক্রিকেটে কোন রেকর্ড হবে কোহালির?​

আরও পড়ুন: আর ২৭ রান করলে একদিনের ক্রিকেটে কোন রেকর্ড হবে কোহালির?​

সম্প্রতি প্রাক্তন পেসার আশিস নেহরাও বিশ্বকাপের স্কোয়াডে বিজয় শঙ্করের থাকার পক্ষে সওয়াল করেছেন। হার্দিক থাকলেও স্কোয়াডে বিজয়কে রাখাই যায়, বলেছেন তিনি। কৃষ্ণমাচারী শ্রীকান্তের মতো প্রাক্তন অধিনায়কও বিজয়ের পারফরম্যান্সে আশাবাদী। ইংল্যান্ডের কন্ডিশনে বিজয়ের বোলিং কার্য়করী হবে বলে মনে করছেন। বিজয়ের ব্যাটিং দক্ষতাই ভরসা দিচ্ছে বিশেষজ্ঞদের। সৌরভও তার মধ্যে পড়ছেন।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)


Something isn't right! Please refresh.

Advertisement