বৃহস্পতিবারের সকালটা একটু হলেও অন্যরকম ছিল যুবির জন্য। অনেক টানাপড়েন, অনেক ওঠাপড়া কাটিয়ে আবার ভারতীয় দলে ফেরার রাস্তাটাও সহজ ছিল না। সেই যুবরাজ সিংহ খেলছেন তাঁর জীবনের ৩০০তম ম্যাচ। শুভেচ্ছাবার্তায় যে ভরে উঠবে তাঁর টুইটার হ্যান্ডল সেটাই স্বাভাবিক। সেই তালিকায় যদি যুক্ত হয়ে যান সৌরভ গঙ্গোপাধ্যায় বা হরভজন সিংহর মতো সেলিব্রিটিরা তা হলে সেই ভাল লাগাটাও যে দ্বিগুন হয়ে যায়।
আরও খবর: ১৭ বছরের ক্রিকেট জীবনে কোন পথে ৩০০