Advertisement
২০ এপ্রিল ২০২৪

বিপক্ষকে খাটো করে হার: সৌরভ

বাংলাদেশের বিরুদ্ধে এখনও ভারতকেই এগিয়ে রাখছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলছেন, ‘‘একটা ম্যাচ হারলেও মনে হয় পরের দুই ম্যাচে ভারতই ভাল খেলবে। সিরিজও জিতবে।’’

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ জুন ২০১৫ ০৩:০৪
Share: Save:

বাংলাদেশের বিরুদ্ধে এখনও ভারতকেই এগিয়ে রাখছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলছেন, ‘‘একটা ম্যাচ হারলেও মনে হয় পরের দুই ম্যাচে ভারতই ভাল খেলবে। সিরিজও জিতবে।’’

বৃহস্পতিবারের হার নিয়ে এ দিন সৌরভ বলেন, ‘‘যারা পাকিস্তানকে পরপর চার ম্যাচে হারিয়েছে, তাদের খাটো করে দেখা উচিত হয়নি।’’ সঙ্গে সংযোজন, ‘‘বিরাট কোহলির মতো ব্যাটসম্যানদের আরও দায়িত্ব নিতে হবে। আমার বিশ্বাস, পরের দুই ম্যাচে ওরা নিজেদের ভুলগুলো শুধরে নিয়ে আরও ভাল ক্রিকেট খেলবে। এখনও মনে করি ভারতই সিরিজে এগিয়ে। তবে বৃষ্টি চিন্তায় রাখবে। পুরো ম্যাচ না হলে কী হবে, বলা কঠিন।’’

সৌরভের ধারণা, বাংলাদেশের ক্রিকেট-ভাবনায় অনেক উন্নতি হয়েছে। বললেন, ‘‘ভারত বা অন্য বড় দল দেখলেই এত দিন ওরা ফিল্ডিং ছড়িয়ে দিত। ইদানীং ওরা ইনার সার্কলের মধ্যে যথাসম্ভব বেশি ফিল্ডার রাখছে। এই ভাবনাটাই ওদের আরও আক্রমণাত্মক করে তুলেছে। এর জন্য ওদের বোলিং কোচ হিথ স্ট্রিকের কৃতিত্ব প্রাপ্য।’’ পরের দুই ম্যাচে টস জিতে ধোনিকে ব্যাট করার পরামর্শ দিচ্ছেন সৌরভ। বললেন, ‘‘উপমহাদেশের উইকেট পরের দিকে স্লো হয়ে যায়, ব্যাট করে বেশি রান তোলা কঠিন হয়। তাই আগে ব্যাট করে বড় রান তুলে নেওয়াই ভাল।’’

ধোনি ও মুস্তাফিজুরের ধাক্কাধাক্কি নেহাতই দুর্ঘটনা, মনে করেন সৌরভ। ‘‘ধোনি মোটেই ইচ্ছে করে ধাক্কা মারেনি। টিভিতে ঘটনাটার রিপ্লে দেখে মনে হয়নি দু’জনের কেউই এটা ইচ্ছে করে ঘটিয়েছে। এমনিতেই ধোনি রান নিতে গিয়ে খুব জোরে ছোটে। বলটা ও মিড অফে মেরেছিল। চোখ সে দিকেই ছিল। বোলারও সে দিকেই যেতে চাইছিল। বড়সড় কোনও ধাক্কা এড়ানোর জন্য ওকে সরাতে গিয়েছিল। ওখানে ওকে ইচ্ছে করে আঘাত করতে যাবে কেন?’’

ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট যদিও বলেছেন, ‘‘শুনানিতে ধোনি বলেছিল যে ও সংঘর্ষ কমাতে এটা করেছে। কিন্তু ওর যা অভিজ্ঞতা, তাতে ওর উচিত ছিল সংঘর্ষ এড়ানো। এই জন্যই ওর জরিমানা হয়েছে।’’ এ দিকে সঞ্জয় মঞ্জরেকর টুইট করেন, ‘সম্মানজনক ভাবে এই সিদ্ধান্তের বিরোধিতা করছি। ধোনির জরিমানাটা ভুল সিদ্ধান্ত। এই এক বোলার দু’বার ব্যাটসম্যানের রাস্তায় চলে এসেছিল।’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

bd Sourav Ganguly India Bangladesh MS Dhoni
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE