Advertisement
১৯ এপ্রিল ২০২৪

আফগানিস্তানকে ৩৭ রানে হারিয়ে জয়ে ফিরল দক্ষিণ আফ্রিকা

ইংল্যান্ডের কাছে হারের পর আফগানিস্তানের বিরুদ্ধে জয়ে ফিরল দক্ষিণ আফ্রিকা। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ডু প্লেসি। প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে নির্ধারিত ওভারে ২০৯ রান তোলে দক্ষিণ আফ্রিকা।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২০ মার্চ ২০১৬ ১৯:৫১
Share: Save:

ইংল্যান্ডের কাছে হারের পর আফগানিস্তানের বিরুদ্ধে জয়ে ফিরল দক্ষিণ আফ্রিকা। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ডু প্লেসি। প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে নির্ধারিত ওভারে ২০৯ রান তোলে দক্ষিণ আফ্রিকা। ওপেন করতে এসে কুইন্ট দে কুক ৪৫ রানের ইনিংস খেললেও আর এক ওপেনার হাশিম আমলা ৫ রান করেই ফিরে যান প্যাভেলিয়নে। এর পর কুকের সঙ্গে দলের হাল ধরেন ডু প্লেসি। ৪১ রান করেন তিনি। কিন্তু সবাইকে ছাপিয়ে ২৯ বলে ৬৪ রানের ইনিংস খেলে দলকে ২০০ রানে নিয়ে যান এবি ডি ভিলিয়ার্স। ২৯ রান করে অপরাজিত থাকেন জেপি ডুমিনি। আফগানিস্তানের হয়ে একটি করে উইকেট নেন আমির হামজা, দৌলত জার্দান, শাপুর জার্দান ও মহম্মদ নবি।

জবাবে ব্যাট করতে এসে শুরুতে লড়াই দিলেও ১৭২ রানে শেষ হয়ে যায় আফগানিস্তানের ইনিংস। দুই ওপেনার মহম্মদ শাহজাদের ব্যাট থেকে আসে ১৯ বলে ৪৪ রান ও নুর আলি জার্দান করেন ২৫। শাহজাদের ইনিংসকে অবশ্য আর কেউ ছাপিয়ে যেতে পারেনি পরে ব্যাট করতে নেমে। গুলবাদিন নবির ২৬ ও সামিউল্লাহ শেনওয়ারির ২৫ রান সাময়িক ভরসা দিলেও জয় তুলে আনতে ব্যর্থ। ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১৭২ রানই তুলতে সক্ষম হন আফগানরা। দক্ষিণ আফ্রিকার হয়ে ৪টি উইকেট নেন ক্রিস মরিস। দুটো করে উইকেট রাবাদা, অ্যাবট ও ইমরান তাহিরের। ম্যাচের সেরা হয়েছেন ক্রিস মরিস।

আরও খবর

আগের ম্যাচের হতাশা কাটল পাকিস্তানের বিরুদ্ধে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

South Africa Afghanistan chris morris wt20
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE