Advertisement
E-Paper

মিলার, ক্লাসেনের দাপটে জয়ে ফিরল দক্ষিণ আফ্রিকা

২৩.৪ ওভারে মিলার যখন চাহালের বলে এলবিডাব্লিউ হয়ে ফিরে যাচ্ছেন তখন দক্ষিণ আফ্রিকার স্কোর ৫ উইকেটে ১৭৪ রান। অর্থাত্, ম্যাচ তত ক্ষণে ভারতের প্রায় হাতের বাইরে বেরিয়ে গিয়েছে। এর পর ১৫ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:৪৩

সিরিজের চতুর্থ ম্যাচে জয়ে ফিরল হাসিম আমলাদের দল। জো’বার্গের ম্যাচে ভারতকে ৫ উইকেটে হারাল তারা।

ছ-ম্যাচের সিরিজে ইতিমধ্যেই ৩-০ ফলে এগিয়ে রয়েছে ভারত। এ দিনের ম্যাচ জিতলেই সিরিজ মুঠোয় পুরে নিতে পারত বিরাট-রা। কিন্তু মিলার আর ক্লাসেনের ঝোড়ো ব্যাটিংয়ের দাপটে সে সুযোগ হাতছাড়া হল।

বৃষ্টির জন্য বেশ কিছু ক্ষণ খেলা বন্ধ থাকার ফলে ওভার কমিয়ে ফের খেলা শুরুর সিদ্ধান্ত নিলেন ম্যাচ রেফারি। ২৮ ওভারে ২০২ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে একের পর এক উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। জেপি ডুমিনি, আমলা আর ডি’ভিলিয়ার্সের উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার স্কোর তখন ৪ উইকেটে ১০২ রান।

এখান থেকে ম্যাচের হাল ধরেন মিলার আর ক্লাসেন। ২৩.৪ ওভারে মিলার যখন চাহালের বলে এলবিডাব্লিউ হয়ে ফিরে যাচ্ছেন তখন দক্ষিণ আফ্রিকার স্কোর ৫ উইকেটে ১৭৪ রান। অর্থাত্, ম্যাচ তত ক্ষণে ভারতের প্রায় হাতের বাইরে বেরিয়ে গিয়েছে। এর পর ১৫ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।

শুরুতেই ধাক্কা খেতে হয় দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনকে। বুমরার বলে ব্যক্তিগত ২২ রানে এলবিডাব্লিউ হয়ে ফিরে যান এইডেন মার্করাম। ৩ ওভার ২ বলে ১৪ রানে মার্করামের উইকেটটি তুলে নেন বুমরা।

৭ ওভার ২ বলে দক্ষিণ আফ্রিকার স্কোর ১ উইকেট হারিয়ে ৪৩ রান। বৃষ্টির জন্য এর পর খেলা স্থগিত করে দেওয়া হয়।

চতুর্থ ওডিআই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৯ রান তোলে কোহালি ব্রিগেড। ভারতের হয়ে দুর্দান্ত ইনিংস খেলেন শিখর ধবন। ১০৯ রানের ঝকঝকে ইনিংস খেলেন ভারতীয় দলের 'গব্বর'। ধবন ছাড়াও রান পান অধিনায়ক বিরাট কোহালি(৭৫)। অপরাজিত ৪২ রানের ইনিংস খেলেন মহেন্দ্র সিংহ ধোনি।

অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার হয়ে দু'টি করে উইকেট নেন লুঙ্গি এলগিডি এবং কাগিসো রাবাডা। একটি করে শিকার মর্নি মর্কেল এবং ক্রিস মরিসের। এই ম্যাচ জিতলেই সিরিজ পকেটে পুরে নেবে ভারত। জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ২৯০ রান।

• ৫০ ওভারে ভারত ২৮৯/৭।

• ফের উইকেট হারাল ভারত। রান আউট হলেন ভুবনেশ্বর কুমার।

• ৪৯ ওভারে ভারত ২৭৭/৬।

• ৪৮ ওভারে ভারত ২৬৭/৬।

• ৪৭ ওভারে ভারত ২৬২/৬।

• আউট হলেন হার্দিক পাণ্ড্য(৯)।

• ৪৫ ওভারে ভারত ২৫৩/৫।

• ৪৪ ওভারে ভারত ২৪৯/৫।

• ফের উইকেট হারাল ভারত। আউট হলেন শ্রেয়স আইয়ার(১৮)।

• ৪১ ওভার শেষে ভারত ২৩৪/৪।

• ৩৭ ওভারে ভারত ২১১/৪।

• ফের উইকেট হারাল ভারত। লুঙ্গির বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেন অজিঙ্ক রাহানে(৮)।

• ৩৬ ওভারে ভারত ২০৯/৩।

• আউট হলেন শিখর ধবন(১০৯)। মর্নি মর্কেলের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেন ধবন।

• ৩৫ ওভার শেষে ভারতের রান ২০৫/২।

• শুরু হল খেলা।

• বৃষ্টির জন্য সাময়িক বন্ধ খেলা। ৩৪.২ ওভার শেষে ভারতের রান ২০০/২।

• দুরন্ত ইনিংস শিখর ধবনের। ওডিআই ক্রিকেটে ১৩ তম শতরানটি করলেন শিখর ধবন।

• ৩৩ ওভার শেষে ভারতের রান ১৮৭/২।

• ৩২ ওভার শেষে ভারতের রান ১৮০/২।

• ক্রিজে এলেন অজিঙ্ক রাহানে।

• বহু প্রতিক্ষার পর অবশেষে সাফল্য পেল দক্ষিণ আফ্রিকা। আউট হলেন বিরাট কোহালি(৭৫)। ক্রিস মরিসের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেন বিরাট।

• ৩১ ওভার শেষে ভারতের রান ১৭৮/১।

• ৩০ ওভার শেষে ভারতের রান ১৭৩/১।

• ২৯ ওভার শেষে ভারতের রান ১৭০/১।

• ২৮ ওভার শেষে ভারতের রান ১৬৮/১।

• ২৭ ওভার শেষে ভারতের রান ১৬৬/১।

• ২৬ ওভার শেষে ভারতের রান ১৫৮/১।

• ২৫ ওভার শেষে ভারতের রান ১৫০/১।

• ২৪ ওভার শেষে ভারতের রান ১৪৫/১।

• ২৩ ওভার শেষে ভারতের রান ১৩৮/১।

• ২২ ওভার শেষে ভারতের রান ১২৮/১।

• বিরাট কোহালির ক্যাচ মিস করলেন মর্নি মর্কেল।

• ২১ ওভার শেষে ভারতের রান ১২১/১

• ২০ ওভার শেষে ভারতের রান ১১৪/১।

• ১৯ ওভার শেষে ভারতের রান ১০৫/১।

• ১০০ রানের গণ্ডি টপকাল ভারত।

• অর্ধশতরান করলেন শিখর ধবন। ওডিআই ক্রিকেটে ২৬ তম অর্ধশতরানটি করলেন ভারতীয় দলের গব্বর।

• ১৮ ওভার শেষে ভারত ৯৫/১।

• ১৭ ওভার শেষে ভারত ৯০/১।

• ১৬ ওভার শেষে ভারত ৮০/১।

• ১৫ ওভার শেষে ভারত ৭৭/১।

• ১৪ ওভার শেষে ভারত ৬৮/১।

• বিধ্বংসী মেজাজে শিখর ধবন।

• ১৩ ওভার শেষে ভারতের রান ৫৯/১।

• ১২ ওভার শেষে ভারতের রান ৫৬/১।

• ক্রিস মরিসকে অ্যাটাকে আনলেন প্রোটিয়া অধিনায়ক মারক্রাম ।

• ১১ ওভার শেষে ভারতের রান ৫৫/১।

• দক্ষিণ আফ্রিকার বোলিং পরিবর্তন। অ্যাটাকে এলেন লুঙ্গি এনগিডি।

• ১০ ওভার শেষে ভারতের রান ৫৩/১।

• কম রানে রোহত শর্মাকে প্যাভিলিয়নে ফেরালেও তার সুবিধা এখনও নিতে পারেনি দক্ষিণ আফ্রিকা। শিখর ধবন এবং বিরাট কোহালির ব্যাটিংয়ে ভিত দৃঢ় করার চেষ্টায় ভারত।

• ৯ ওভার শেষে ভারতের রান ৫০/১।

• ৫০ রান ভারতের।

• ৮ ওভার শেষে ভারতের রান ৪৬/১।

• ৭ ওভার শেষে ভারতের রান ৩৫/১।

• ৬ ওভার শেষে ভারতের রান ৩০/১।

• ৫ ওভার শেষে ভারতের রান ২৬/১।

• ৪ ওভার শেষে ভারতের রান ২০/১।

• প্রথম উইকেট হারাল ভারত। আউট হলেন রোহিত শর্মা(৫)। রাবাডার বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেন রোহিত।

• ৩ ওভার শেষে ভারতের রান ১৩/০।

• ২ ওভার শেষে ভারতের রান ৭/০।

• ১ ওভার শেষে ভারতের রান ২/০।

South Africa India AB de Villiers Cricket Johannesburg
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy