Advertisement
২০ এপ্রিল ২০২৪

মশাই রাতের ঘুম কেড়েছে স্প্যানিশদের

ব্রিউস্টারকে সামলানোর কথা পরে ভাববে স্পেন। তার আগে স্পেন শিবিরে বড় সমস্যা কলকাতার মশা। আর তার জন্য মশার দংশন প্রতিরোধক মলম সঙ্গে নিয়ে কলকাতা এসেছে সান্তিয়াগো দেনিয়া স্যাঞ্চেজে-এর দল।

দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০১৭ ০৪:০২
Share: Save:

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে সাত গোল করে সোনার বুট কিটব্যাগে ঢুকিয়ে হিথরোতে নামার স্বপ্ন দেখছে ইংল্যান্ডের রিয়ান ব্রিউস্টার।

ইংল্যান্ডের এই নয় নম্বর জার্সির মালিকের যাবতীয় প্রস্তুতি পণ্ড করে সেই সোনার বুট আবার বার্সেলোনার বাড়িতে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছকছে আর এক জন। সে আবার স্পেনের নয় নম্বর। নাম আবেল রুইজ। টুর্নামেন্টে তার গোল ব্রিউস্টার-এর চেয়ে একটি কম, ছ’টি।

কিন্তু সেই ব্রিউস্টারকে সামলানোর কথা পরে ভাববে স্পেন। তার আগে স্পেন শিবিরে বড় সমস্যা কলকাতার মশা। আর তার জন্য মশার দংশন প্রতিরোধক মলম সঙ্গে নিয়ে কলকাতা এসেছে সান্তিয়াগো দেনিয়া স্যাঞ্চেজে-এর দল। ইংল্যান্ডের ফিল ফডেন, ব্রিউস্টার, ক্যালাম হাডসন-দের বিষাক্ত আক্রমণ ভাগের চেয়েও যে কলকাতার মশারা স্পেনের চিন্তার বিষয়, তা এ দিন ‘লা রোখিতা’ (ছোটদের জাতীয় দলকে এ নামেই ডাকে স্পেনের প্রচারমাধ্যম) অনুশীলনে দেখা গেল।

বৃহস্পতিবার সন্ধেয় যুবভারতী ক্রীড়াঙ্গন সংলগ্ন মাঠে অনুশীলন করতে দল নিয়ে নেমেছিলেন স্পেনের কোচ সান্তিয়াগো। একদা আতলেতিকো মাদ্রিদের এই প্রাক্তন ফুটবলার এ দিন অনুশীলনে নেমে পাঁচ মিনিট থাকার পরেই দৌড়ে চলে এলেন ড্রেসিংরুমে। তার পরে দেখা গেল একটি বিশেষ মলম শরীরের অনাবৃত অংশে মেখে মাঠে নামছেন তিনি। একই সঙ্গে আবেল রুইজ, নাচো দিয়াজ, ফেরান তোরেস-দের সেই মলম মেখে মাঠে নামতে বলেন তিনি। কোচের নির্দেশ পেয়ে গোটা স্পেন শিবিরও তাই দ্রুত ঢুকে পড়ে ড্রেসিংরুমে। তার পরে মলম মেখে মাঠে নামে গোটা দল।

মাঠে নামার আগে স্পেন কোচের কাছে জানতে চাওয়া হয়েছিল, রাতে মলম মেখে অনুশীলনের কারণ কী? স্পেন কোচ বলে যান ‘মসকিউটো’।

পরে স্পেনের মিডিয়া ম্যানেজার জোসে মিগুয়েল মনহের এসে জানালেন, স্পেন কোচ প্রথম নামার পরেই যুবভারতীর অনুশীলন মাঠে আবিষ্কার করেন মশা উড়ছে। তার পরেই মশার আক্রমণ দেখে আর ঝুঁকি নেননি তিনি। সোজা চলে আসেন ড্রেসিংরুমে। বাকি দলকেও বলেন, ‘‘তোমরা মশক-দংশন প্রতিরোধক মলম মেখে নামো।’’ মিগুয়েল বলছিলেন, ‘‘কলকাতায় যে মশা বাহিত ডেঙ্গি, ম্যালেরিয়ার প্রকোপ বেশি তা আমরা জানি। তাই প্রতিরোধের জন্য এই মলম নিয়েই কলকাতা ঘুরছি আমরা।’’

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে এই নিয়ে চার বার ফাইনালে উঠেছে স্পেন। কিন্তু এ পর্যন্ত এক বারও কাপ নিয়ে দেশে ফিরতে পারেনি তারা। এ বার যাতে তীরে এসে তরী না ডোবে তার জন্য সতর্ক স্পেন। মালিকে বুধবার ৩-১ হারিয়ে ফাইনালে ওঠার পরেই বৃহস্পতিবার সকালে স্পেন শিবিরে এসেছে সের্জিও র‌্যামোসের শুভেচ্ছা বার্তা। স্পেন শিবির সূত্রে খবর, সেই শুভেচ্ছাবার্তায় র‌্যামোস তাঁর দেশের অনূর্ধ্ব-১৭ দলকে বলেছেন, ‘‘শনিবার তোমাদের খেলা দেখব। ম্যাচ জিতে কাপ নিয়ে দেশে ফেরো।’’

এ দিন সকালে নবি মুম্বই থেকে স্পেন দল রওনা দেয় সকাল দশটা নাগাদ। কিন্তু বিমানবিভ্রাটে বাইপাসের ধারের হোটেল স্পেন দল এসে পৌঁছায় বেলা চারটে নাগাদ। ফলে ক্লান্তির কারণে। এ দিন বেশি অনুশীলন করেনি তারা। হাল্কা অনুশীলন করেই হোটেলে ফিরে যায় স্পেন। হোটেলে ফিরে প্লে-স্টেশন, টেবল টেনিস খেলতে নেমে পড়েন ফুটবলাররা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE