Advertisement
২৩ মে ২০২৪

মেসিকে নিয়ে বাড়ছে জল্পনা, জাতীয় দলে দাভিদ সিলভা

কাতালান ক্লাবে মেসির সতীর্থরা যা উড়িয়ে দিলেও শুক্রবার নতুন বোমা ফাটালেন মিনো রায়োলা। কে এই মিনো রায়োলা?

ত্রয়ী: উয়েফা বর্ষসেরা অনুষ্ঠানে মেসি, বুফন ও রোনাল্ডো। বৃহস্পতিবার রাতে মোনাকোয়। ছবি: টুইটার।

ত্রয়ী: উয়েফা বর্ষসেরা অনুষ্ঠানে মেসি, বুফন ও রোনাল্ডো। বৃহস্পতিবার রাতে মোনাকোয়। ছবি: টুইটার।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৬ অগস্ট ২০১৭ ০৪:১০
Share: Save:

দলবদলের ঝড় যেন থেমেও থামছে না। বার্সেলোনা ছেড়ে নেমারের ফরাসি লিগে চলে যাওয়ার ধাক্কায় এমনিতেই প্রবল ধাক্কা খেয়েছে বার্সা শিবির। এ বার সেই দলবদলের ফিসফাসে উঠে আসছে বার্সেলোনার স্তম্ভ লিও মেসির নামও।

কাতালান ক্লাবে মেসির সতীর্থরা যা উড়িয়ে দিলেও শুক্রবার নতুন বোমা ফাটালেন মিনো রায়োলা।

কে এই মিনো রায়োলা? এই মুহুর্তে বিশ্ব ফুটবলের অন্যতম সফল এজেন্ট। জ্লাটান ইব্রাহিমোভিচ, পল পোগবা-দের এজেন্ট রায়োলা মেসি প্রসঙ্গে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘মেসির উচিত বার্সেলোনার পাঠ চুকিয়ে অন্য ক্লাবে যাওয়া। সেখানে গিয়ে প্রমাণ করে দিক ও সবার সেরা।’’

রায়োলার এই মন্তব্যের পরেই সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে। কিন্তু তা থমকে গিয়েছে বিশ্বখ্যাত এই ফুটবল এজেন্টের পরবর্তী মন্তব্যে। মেসি সম্পর্কে তিনি বলেছেন, ‘‘আগামী জানুয়ারি থেকেই কিন্তু লিও ফ্রি প্লেয়ার হয়ে যাচ্ছে। আমি নিশ্চিত মেসি ও বার্সেলোনার অন্য ফুটবলাররা ক্লাব প্রশাসন বদলের দিকে নজর রাখছে।’’ রায়োলা আরও বলেছেন, ‘‘গত মাসেই বার্সেলোনা প্রেসিডেন্ট বলে দিয়েছিলেন মেসি সই করে দিয়েছে নতুন চুক্তি পত্রে। কিন্তু সেই সই এখনও হয়নি। এটা আগুন নিয়ে খেলার সামিল। যা নেমার কাণ্ডের চেয়েও ভয়ঙ্কর হতে পারে।’’

***

• উয়েফার বর্ষসেরা রোনাল্ডো: ২০১৬-১৭ মরসুমে বর্ষসেরা ফুটবলার হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই নিয়ে তৃতীয় বার এই সম্মান পেলেন রিয়াল মাদ্রিদ তারকা। বৃহস্পতিবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ড্র হওয়ার মঞ্চেই এই পুরস্কার দেওয়া হয় রোনাল্ডোকে। উচ্ছ্বসিত সি আর সেভেন বলছেন, ‘‘এই সম্মান দে ভাল খেলার প্রেরণা দেবে।’’

• স্পেন দলে ভিয়া: এই মুহূর্তে তিনি খেলছেন নিউইয়র্ক সিটি এফসি-তে। সেই দাভিদ ভিয়াকে বিশ্বকাপের বাছাই পর্বে ইতালি ও লিচেনস্টেইন ম্যাচের জন্য দলে ডাকলেন স্পেনের কোচ জুলেন লোপেতেগুই। গত তিন বছর স্পেন দলে ছিলেন না ভিয়া। স্পেন কোচ বলছেন, ‘‘মেজর লিগ সকারে ভিয়া বেশ ভালই পারফর্ম করছে।’’

• বাদ পড়লেন নিউয়ার: পায়ের পাতার হাড় ভেঙেছিল। তাই বিশ্বকাপের বাছাই পর্বে চেক প্রজাতন্ত্র এবং নরওয়ের বিরুদ্ধে ম্যাচে বাদ পড়লেন জার্মান অধিনায়ক ম্যানুয়েল নিউয়ার। কোচ জোয়াকিম লো বলছেন, ‘‘চোট সারিয়ে সুস্থ অধিনায়ককে দলে পেতেই নতুন ছেলেদের সুযোগ দিতে হচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE