Advertisement
১৯ মে ২০২৪
Sports News

এক নজরে খেলার টুকরো খবর

প্রচণ্ড বৃষ্টির জন্য নিউজিল্যান্ড বনাম পাকিস্তান দ্বিতীয় টেস্টের প্রথম দিন মাত্র ২১ ওভার খেলা হল। যার শেষে নিউজিল্যান্ড ৭৭-২। টস জিতে ফিল্ডিং নিয়ে দ্রুত টম ল্যাথাম (০) এবং অধিনায়ক কেন উইলিয়ামসনকে (১৩) ফিরিয়ে দেয় পাকিস্তান।

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০১৬ ০৩:৪৭
Share: Save:

নিউজিল্যান্ড ৭৭-২

প্রচণ্ড বৃষ্টির জন্য নিউজিল্যান্ড বনাম পাকিস্তান দ্বিতীয় টেস্টের প্রথম দিন মাত্র ২১ ওভার খেলা হল। যার শেষে নিউজিল্যান্ড ৭৭-২। টস জিতে ফিল্ডিং নিয়ে দ্রুত টম ল্যাথাম (০) এবং অধিনায়ক কেন উইলিয়ামসনকে (১৩) ফিরিয়ে দেয় পাকিস্তান। হাল ধরেছেন জিত রাভাল (৩৫ ন.আ.) ও রস টেলর (২৯ ন.আ.)। সবুজ পিচে একটা করে উইকেট নিয়েছেন দুই পেসার মহম্মদ আমের এবং সোহেল খান।

আইসিসির প্রস্তাব

টেস্ট খেলিয়ে দেশগুলোকে ‘কনফারেন্স’ ধাঁচে ভেঙে টেস্ট ক্রিকেট ঢেলে সাজাতে পারে আইসিসি। প্রথম ও দ্বিতীয় ডিভিশনের পরিবর্ত হিসেবে ‘কনফারেন্স’ ধাঁচের আমদানি করেন ইংল্যান্ড বোর্ডের মুখ্যকর্তা টম হ্যারিসন। সিদ্ধান্ত কার্যকর হলে টেস্ট খেলিয়ে দেশের সংখ্যা বাড়বে। কিন্তু বছরে টেস্ট ম্যাচের সংখ্যা কমে যেতে পারে। আগামী ফেব্রুয়ারির মধ্যে সিদ্ধান্ত হতে পারে।

মেরিকে সম্মান

এআইবিএ-র ৭০তম বার্ষিকীতে মেরি কমকে ‘লেজেন্ডস অ্যাওয়ার্ড’ দেওয়া হবে। ‘‘এত বছর পরে যদি কেউ আমার কৃতিত্ব মনে করে সম্মান জানায়, তার চেয়ে বড় সম্মান কী হতে পারে,’’ বলেছেন অলিম্পিক্স ব্রোঞ্জ-জয়ী এবং পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন মেরি।

প্রেসিডেন্ট কশি

নরেন্দ্র ধ্রুব বাত্রা জায়গায় হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মারিয়ামা কশি। সদ্যই আন্তর্জাতিক হকি ফেডারেশনের প্রথম অ-ইউরোপীয় প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন বাত্রা।

অস্ট্রেলীয় বোথা

অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন সীমিত ওভারের অধিনায়ক জোহান বোথা। চার বছর আগে অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করেন বোথা। ৩৪ বছরের বোথা নিয়মিত বিগ ব্যাশ খেলেন।

ফাইনালে সচিন

শেষ চারে ভাল জয় পেয়ে আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশনের (এআইবিএ) যুব বিশ্বচ্যাম্পিয়নশিপ ফাইনালে সচিন সিংহ। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের টুর্নামেন্টে ৪৯ কেজি বিভাগে রুপো নিশ্চিত করেছেন সচিন। ফিলিপিন্সের কার্লো পালামকে সেমিফাইনালে ৪-১ হারিয়ে। শনিবার ফাইনালে সামনে কিউবার জাতীয় চ্যাম্পিয়ন জর্জে গ্রিনান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ICC New Zealand Meri Kom
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE