Advertisement
E-Paper

শেষ বলে নাটকীয় জয় হায়দরাবাদের

বৃহস্পতিবার উপ্পলে শেষ ওভারে যে কোনও দলই জিততে পারত। হায়দরাবাদের জয়ের জন্য দরকার ছিল ১১ রান। শেষ পর্যন্ত টানটান উত্তেজনার মধ্যে বাজিমাত করলেন ব্যাটসম্যানরাই।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০১৮ ০৩:৫৫

শেষ ওভারে রুদ্ধশ্বাস জয় পেল সানরাইজার্স হায়দরাবাদ। শেষ বলে চার মেরে দলকে জেতান এগারো নম্বরে নামা অস্ট্রেলিয়ার বিলি স্ট্যানলেক। ম্যাচ জিততে শেষ ওভারে মাত্র এক উইকেট প্রয়োজন ছিল মুম্বইয়ের। কিন্তু পেসার বেন কাটিং উইকেট নিতে ব্যর্থ হন। দুরন্ত জয়ের আত্মবিশ্বাস নিয়েই আজ, শুক্রবার কলকাতায় আসছেন শিখর ধওয়নরা। শনিবার তাঁরা ইডেনে নামবেন কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে।

বৃহস্পতিবার উপ্পলে শেষ ওভারে যে কোনও দলই জিততে পারত। হায়দরাবাদের জয়ের জন্য দরকার ছিল ১১ রান। শেষ পর্যন্ত টানটান উত্তেজনার মধ্যে বাজিমাত করলেন ব্যাটসম্যানরাই। প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধেও জয়ের মুখ থেকে ফিরে আসতে হয়েছিল রোহিত শর্মাদের। একই ভাবে আবার হারলেন বৃহস্পতিবার। অন্য দিকে হায়দরাবাদ পরপর দুই ম্যাচে জিতে লিগ তালিকার শীর্ষে।

উপ্পলে শেষ ওভারে বেন কাটিং-কে প্রথম বলেই ছয় মারেন দীপক হুডা। দ্বিতীয় বল ওয়াইড। শেষ তিন বলে দরকার ছিল তিন রান। চতুর্থ বলে স্ট্যানলেক এক রান নিয়ে হুডাকে ব্যাট করতে দেন। এক রান নেন হুডা। শেষ বলে মুখোমুখি হয় দুই অস্ট্রেলীয়— কাটিং ও স্ট্যানলেক। হয় এক রান, নয় এক উইকেট। এই অবস্থায় শেষ বলে মিড উইকেটের ওপর দিয়ে চার মারেন স্ট্যানলেক। গ্যালারিতে হায়দরাবাদ সমর্থকেরা তখন উত্তেজনায় কাঁপছেন।

ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সকে পেয়ে তাদের ১৪৭ রানের বেশি তুলতে দেননি হায়দরাবাদের বোলাররা। ১৪৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ওপেনার ধওয়ন ২৮ বলে ৪৫ রান করেন আটটি চার মেরে। তাঁর এই ইনিংসই দলের জয়ের ভিত তৈরি করে দেয়।

ধওয়নদের দলের পেসাররাই এ দিন দাপট দেখান। ভুবনেশ্বর কুমারের জায়গায় নামা সন্দীপ, সিদ্ধার্থ ও অস্ট্রেলীয় পেসার স্ট্যানলেক দু’টি করে উইকেট পান। স্পিন-জুটি রশিদ খান ও শাকিব আল হাসান একটি উইকেট পেলেও মুম্বইয়ের রানের গতি আটকে দেন তাঁরাই।

Sunrisers Hyderabad Mumbai Indians IPL 11 IPL 2018 Cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy