Advertisement
১৭ জুন ২০২৪

প্রস্তুতি ম্যাচ আমাদের কাছে নয়া চ্যালেঞ্জ: সঞ্জু

শুক্রবার অনুশীলন শেষে সঞ্জু বলেন, ‘‘শ্রীলঙ্কার কাছে এটি প্রস্তুতি ম্যাচ। কিন্তু আমাদের কাছে এই ম্যাচটি নিজেদের প্রমাণ করার একটি সুযোগ।

প্রস্তুতি: শুক্রবার সল্টলেকে অনুশীলন শ্রীলঙ্কার। নিজস্ব চিত্র

প্রস্তুতি: শুক্রবার সল্টলেকে অনুশীলন শ্রীলঙ্কার। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১১ নভেম্বর ২০১৭ ০৪:০৬
Share: Save:

সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে শনিবার বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিরুদ্ধে দু’দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে শ্রীলঙ্কা। দীনেশ চণ্ডীমল-রা এই ম্যাচকে টেস্টের প্রস্তুতি হিসেবে দেখলেও ঠিক উল্টো প্রতিক্রিয়া বোর্ড প্রেসিডেন্ট অধিনায়ক সঞ্জু স্যামসনের। নির্বাচকদের নজরে উঠে আসার এক সুবর্ণ সুযোগ হিসেবেই ম্যাচটাকে দেখছেন বোর্ড প্রেসিডেন্টের খেলোয়াড়রা।

শুক্রবার অনুশীলন শেষে সঞ্জু বলেন, ‘‘শ্রীলঙ্কার কাছে এটি প্রস্তুতি ম্যাচ। কিন্তু আমাদের কাছে এই ম্যাচটি নিজেদের প্রমাণ করার একটি সুযোগ। টেস্ট দলের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা আমাদের ভবিষ্যতে কাজে লাগবে। দলের প্রত্যেকেই রঞ্জি ট্রফিতে ভাল পারফর্ম করেছে। তাই ম্যাচটা জেতার আশাই করছি।’’

শুক্রবার, দু’দলই অনুশীলন করল। তবে অনুশীলনে আসেননি শ্রীলঙ্কার তিন খেলোয়াড়। অফ-স্পিনার দিলরুয়ান পেরেরা, রসেন সিলভা ও ধনঞ্জয় ডি সিলভা-রা হোটেলেই বিশ্রাম করলেন।

অ্যাঞ্জেলো ম্যাথিউজ, দিমুত করুণারত্নে থেকে দীনেশ চণ্ডীমল, নিরোশন ডিকওয়েল্লা-রা সবাই স্পিনারদের মোকাবিলা করার প্রস্তুতি সারলেন। চোট থেকে ফিরে আসা ম্যাথিউজকেও বেশ তরতাজা দেখাচ্ছিল।

অন্য দিকে তারকা বাঁ-হাতি স্পিনার রঙ্গনা হেরাথ নেটে বেশি বল করেননি। স্থানীয় বোলারদের উন্নতির পরামর্শ দিতেই বেশি দেখা গেল তাঁকে। অথচ প্রত্যেকটি ব্যাটসম্যানকেই বল করে গেলেন চায়নাম্যান লক্ষ্মণ সান্দাকান। অনুশীলন শেষে ফাঁকা নেটে একাই বল করলেন তিনি। শোনা গেল, শ্রীলঙ্কার কোচ নিক পোথাস আবার স্থানীয় বোলারদের থেকে ইডেনের উইকেটের চরিত্রের ব্যাপারে খোঁজ নিচ্ছিলেন।

বোর্ড প্রেসিডেন্ট দলে বেশ কিছু পরিবর্তন হয়েছে। নমন ওঝার চোট। তিনি এই ম্যাচ খেলতে আসেননি। তাই সঞ্জু স্যামসনকেই অধিনায়কত্বের দায়িত্ব সামলাতে হচ্ছে। চামা মিলিন্দের বদলে সুযোগ পেয়েছেন পঞ্জাবের আনমোলপ্রীত সিংহ। শ্রীলঙ্কার বিরুদ্ধে অধিনায়কত্বের দায়িত্ব সামলানোর চ্যালেঞ্জ নিয়ে সঞ্জু বলেন, ‘‘রঞ্জি ট্রফিতে আমি কেরলকে নেতৃত্ব দিয়েছি। আমার কোনও অসুবিধে নেই। বোঝাপড়ায় কোনও অসুবিধে হবে না।’’

শ্রীলঙ্কাকে টক্কর দিতে বোর্ড প্রেসিডেন্টের খেলোয়াড়রা যে মরিয়া শুক্রবারের অনুশীলনে সে রকমই সঙ্কেত পাওয়া গেল। দলে অভিজ্ঞতার অভাব থাকলেও আত্মবিশ্বাসের অভাব নেই। জীবনজ্যোত সিংহ থেকে জলজ সাক্সেনা সবাই নিজেদের প্রমাণ করার কথাই ভাবছেন। অনুশীলন শেষে জলজ বলেন, ‘‘এই ম্যাচটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলের সবাই খুব আত্মবিশ্বাসী। ভাল দলের বিরুদ্ধে আমরা লড়তে ভয় পাই না।’’

রঞ্জি ট্রফির পঞ্চম রাউন্ডে বিশ্রাম পাওয়া দলগুলির থেকেই খেলোয়াড় বেছে বোর্ডের এই দলগঠন করা হয়েছে। দলের কোচ নরেন্দ্র হিরওয়ানি। অন্য দিকে সদ্য পাকিস্তানকে টেস্ট সিরিজে হারিয়ে ফিরেছে চণ্ডীমলরা। ভারতের বিরুদ্ধে খেলার আগে তারাও নিজেদের আত্মবিশ্বাস ধরে রাখার চেষ্টাই করবে। এখন দেখার সঞ্জুরা কতটা চ্যালেঞ্জে ফেলতে পারেন দীনেশ চণ্ডীমলদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sri Lanka India Board President XI Cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE