Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Sports News

শ্রীলঙ্কা-বাংলাদেশ ওয়ান ডে সিরিজ ড্র

সিরিজ ড্র। কলম্বোয় শেষ ওয়ানডেতে বাংলাদেশকে ৭০ রানে হারিয়ে দিল শ্রীলঙ্কা। সাকিব আল হাসান ও সৌম্য সরকার আশা জাগালেও খেলতে পারেননি বড় ইনিংস। শেষে মেহেদি হাসান মিরাজের অর্ধশত রান কিছুটা ব্যবধান কমালেও কাজে লাগেনি। তার পরও হারটা বেশ বড় ব্যবধানেই।

শ্রীলঙ্কার জয়ের উল্লাস। ছবি: এপি।

শ্রীলঙ্কার জয়ের উল্লাস। ছবি: এপি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৭ ১৯:০৮
Share: Save:

সিরিজ ড্র। কলম্বোয় শেষ ওয়ানডেতে বাংলাদেশকে ৭০ রানে হারিয়ে দিল শ্রীলঙ্কা। সাকিব আল হাসান ও সৌম্য সরকার আশা জাগালেও খেলতে পারেননি বড় ইনিংস। শেষে মেহেদি হাসান মিরাজের অর্ধশত রান কিছুটা ব্যবধান কমালেও কাজে লাগেনি। তার পরও হারটা বেশ বড় ব্যবধানেই।

লঙ্কানদের দেওয়া ২৮১ রানের জবাবে ২১০ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। এর ফলে টেস্টের মতো ওয়ানডেও শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ ভাগাভাগি করল লাল-সবুজের দল।
সিরিজে সমতা আনতে বাংলাদেশের সামনে ২৮১ রানের লক্ষ্য রেখেছিল শ্রীলঙ্কা। সেই পথে ছুটতে গিয়ে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় ১১ রানের মধ্যেই তিন উইকেট হারিয়ে ফেলে মাশরাফির দল। প্রথম ওভারের শেষ বলে কুলাসেকারার বলে আউট হন তামিম ইকবাল। তৃতীয় ওভারে সাব্বিরকে উইকেটরক্ষক দিনেশ চান্দিমালের গ্লাভসবন্দি করেন কুলাসেকারা। আর চতুর্থ ওভারে লাকমলের বলে লেগ বিফোর হন মুশফিকুর রহিম।

আরও খবর: বেনজির শাস্তি, কিশোর ফুটবলারকে পাঁচ বছরের নির্বাসন লিভারপুলে

এরপর সাকিব আল হাসান ও সৌম্য সরকারের ব্যাটিংয়ে খেলায় ফেরে লাল-সবুজের দল। চতুর্থ উইকেট জুটিতে এই দু’জন ৭৭ রান যোগ করেন। খেলায় যখন নিয়ন্ত্রণে ফিরছে মাশরাফির দল, ঠিক সেই সময় দিলরুয়ান পেরেরার অফ স্পিনে উইকেট হারান সৌম্য। ৪৪ বলে ৩৮ রান করেন বাংলাদেশের এই ওপেনার। বাংলাদেশের রান তখন ৮৮।


১৯তম ওভারে ১০০ রানের কোটা পার করে বাংলাদেশ। এর পরেই ৩৪তম অর্ধশতক পূর্ণ করেন সাকিব আল হাসান। অর্ধশতক করার পরই প্যাভিলিয়নমুখি হন বিশ্বসেরা এই অলরাউন্ডার। দিলরুয়ান পেরেরার বলে ড্রাইভ করতে গিয়ে গুনাথিলাকাকে ক্যাচ দেন সাকিব। এর আগে প্রসন্নর বলে বোল্ড হয়ে ফিরে আসেন মোসাদ্দেক হোসেন সৈকত। সাকিব ফেরার কিছু পরেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে আসেন মাহমুদউল্লাহ রিয়াদও।
শেষের দিক মেহেদি হাসান মিরাজের ব্যাটিংয়ে ২০০ রানের কোটা পার করে বাংলাদেশ। দলীয় ২০৯ রানে মিরাজ আউট হবার সঙ্গে সঙ্গে বাংলাদেশের জয়ের আশা উবে যায়। শেষ পর্যন্ত ৪৪.৩ ওভারে ২১০ রানে অলআউট হয় বাংলাদেশ। সাকিব ৫৪ ও মিরাজ ৫১ রান করেন।
এর আগে কলম্বোতে শেষ ওয়ান ডে ম্যাচে প্রথমে ব্যাটিং করে ৯ উইকেটে ২৮০ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। আজ টস জিতে ফিল্ডিংয়ে নেমে বল হাতে শুরুটা খুব একটা ভাল হয়নি বাংলাদেশের। প্রথম আট ওভার মাশরাফি-মুস্তাফিজদের ওপর বেশ চড়াও হয়েই খেলছিলেন দুই লঙ্কান ওপেনার ধনুস্কা গুনালিথাকা ও উপুল থারাঙ্গা। তবে দুজনেই সাজঘরে ফিরেছেন ১৪ ওভারের মধ্যে। এরপর দারুণ এক ডেলিভারিতে কুশল পেরেরাকে সাজঘরমুখি করেন মুস্তাফিজ। একেবারে শেষপর্যায়ে শ্রীলঙ্কার রানের চাকাটা প্রায় একাই ঘুরিয়েছেন থিসারা পেরেরা। ৪০ বলে ৫২ রানের ইনিংস খেলে শেষ ওভারে আউট হয়েছেন এই বাঁ হাতি ব্যাটসম্যান। শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ, ৫৪ রানের ইনিংসটি এসেছে কুশল মেন্ডিসের ব্যাট থেকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE