লিওনেল মেসি ব্যালন ডি’ওর জিততেই রোনাল্ডোর শহরে ঘটল নক্কারজনক ঘটনা। পর্তুগালের মাদেইরায় রোনাল্ডোর মূর্তিতে লাল রঙ দিয়ে লিখে দেওয়া হল মেসির নাম ও জার্সি নম্বর। যদিও সঙ্গে সঙ্গেই তা পরিষ্কার করে দেওয়া হয়। ২০১৪ সালের ডিসেম্বরেই রোনাল্ডোর এই মূর্তির উন্মোচন হয়েছিল। রোনাল্ডোর বোন এই ঘটনার নিন্দা করেছেন। ফেসবুকে তিনি লিখেছেন, ‘‘এই ঘটনায় আমি একজন পর্তুগিজ হিসেবে লজ্জিত।’’
নিজের ভাইকে একজন ‘ভাল মানুষ’, ‘যোদ্ধা’ বলে ব্যাখ্যা করেছেন তিনি। আরও বলেন, ‘‘যাঁরা এই ঘটনা ঘটিয়েছেন তাঁরা হয়তো ভুলে গিয়েছেন আমাদের এই দ্বীপকে সব থেকে সুন্দর জায়গার শিরোপা দেওয়া হয়েছে। সেটা কিন্তু শুধু সমুদ্রের জন্য নয়। সেটা আমাদের এখানকার মানুষের ব্যবহারের জন্যও।’’