Advertisement
২৬ এপ্রিল ২০২৪

জিতেও খুশি নন কনস্ট্যান্টাইন

শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ের পরে স্টিভন বলেন, ‘‘পরের ম্যাচের আগে আমাদের দোষত্রুটিগুলো শুধরে নিতে হবে। শুরুটা আমরা ভালই করেছি ঠিকই। তবে আমি দলের পারফরম্যান্সে সন্তুষ্ট নই। আরও কয়েকটা গোল করতে পারতাম আমরা।’’

আশা: দ্রুত দোষ ত্রুটি শুধরে নিতে চান কনস্ট্যান্টাইন। ফাইল চিত্র

আশা: দ্রুত দোষ ত্রুটি শুধরে নিতে চান কনস্ট্যান্টাইন। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৮ ০৪:৩৮
Share: Save:

শ্রীলঙ্কাকে দু’গোলে হারিয়ে সাফ কাপের অভিযান শুরু করলেও ভারতীয় দলের কোচ স্টিভন কনস্ট্যান্টাইন কিন্তু দলের খেলায় পুরোপুরি খুশি নন। তিনি দলের ছেলেদের কাছ থেকে আরও ভাল পারফরম্যান্স চান।

শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ের পরে স্টিভন বলেন, ‘‘পরের ম্যাচের আগে আমাদের দোষত্রুটিগুলো শুধরে নিতে হবে। শুরুটা আমরা ভালই করেছি ঠিকই। তবে আমি দলের পারফরম্যান্সে সন্তুষ্ট নই। আরও কয়েকটা গোল করতে পারতাম আমরা।’’ অনূর্ধ্ব ২৩ দলের কাছ থেকে আরও ‘স্মার্ট’ ফুটবল আশা করেন তিনি। বলেন, ‘‘আরও ‘স্মার্ট’ ফুটবল কী করে খেলতে হয়, তা শিখতে হবে ছেলেদের। আমরা এর চেয়ে আরও ভাল পারফরম্যান্স দেখাতে পারি। ছেলেরা তেমন অভিজ্ঞ নয়। তাই তাদের কাছ থেকে ধারাবাহিকতা আশা না করাই ভাল। তবে খেলায় জয়টাই আসল। আমাদের এগিয়ে যেতে হবে।’’

ম্যাচের সেরা ফুটবলার আশিক কুরুনিয়ান বলেন, ‘‘আমরা জিতেছি ঠিকই। কিন্তু প্রচুর সুযোগ নষ্ট করেছি। সুযোগগুলো কাজে লাগাতে হলে মাঠে আমাদের আরও গতিময় হয়ে উঠতে হবে।’’ আন্তর্জাতিক ফুটবলে প্রথম গোল করে খুশি আশিক বলেন, ‘‘প্রথম গোল করে খুশি আমি। তবে দলের জন্য আরও গোল করতে চাই আমি।’’

কোচ স্টিভন এএফসি এশিয়ান কাপের কথা ভেবে আরও বেশি ফুটবলার পেতে চান। বলেন, ‘‘সিনিয়র ফুটবলারদের ভাল খেলার জন্য চাপে রাখতে হবে। তাই আমি চাই আরও ফুটবলার ভারতীয় দলে ঢোকার অপেক্ষায় থাকুক।’’ ভারতীয় কোচের কাছে সে জন্যই এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ। বলেন, ‘‘এই ছেলেগুলোকে আন্তর্জাতিক ফুটবলে আরও বেশি সুযোগ দেওয়ার ভাবনা রয়েছে। সেটাই করতে চাই।’’ রবিবার গ্রুপ পর্বে ভারতের শেষ ম্যাচ মলদ্বীপের বিরুদ্ধে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE