Advertisement
১৮ মে ২০২৪

আইপিএল-এ বেটিংয়ের দায়ে গ্রেফতার ছাত্র

আইপিএল আছে, আছে বেটিংও। প্রতিদিনই সামনে চলে আসছে বেটিংয়ের ঘটনা। এ বার দিল্লি পুলিশের হাতে ধরা পড়ল পুরো একটা বেটিং সিন্ডিকেট। যে দলে রয়েছে একজন ক্লাস ১২-এর ছাত্রও। যা দেখে স্তম্ভিত পুলিশ প্রশাসনই।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০১৬ ১৪:৪১
Share: Save:

আইপিএল আছে, আছে বেটিংও। প্রতিদিনই সামনে চলে আসছে বেটিংয়ের ঘটনা। এ বার দিল্লি পুলিশের হাতে ধরা পড়ল পুরো একটা বেটিং সিন্ডিকেট। যে দলে রয়েছে একজন ক্লাস ১২-এর ছাত্রও। যা দেখে স্তম্ভিত পুলিশ প্রশাসনই। দিল্লি ডেয়ারডেভিলস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে ম্যাচে বেটিং হয়েছে খবর পেয়েই তল্লাশি শুরু করে দিল্লি পুলিশ। তখনই হদিশ মেলে এই গোষ্ঠীর। যেখানে বিকাশ নামের ওই ছাত্রের সঙ্গে ছিলেন একজন রেস্টুরেন্ট মালিকও। রাজৌরি গার্ডেনে নিজের রেস্টুরেন্ট চালান ২২ বছরের রচিত গুপ্তা। গতকাল ম্যাচ চলাকালীনই খবর পৌঁছয় পুলিশের কাছে। তখনই সেই ঠিকানায় হানা দিয়ে এই দু’জনকে ধরে ফেলে পুলিশ।

সূত্রের খবর, ৫ লাখ টাকার বেটিং হয়েছিল এই ম্যাচে। এই দু’জনের কাছ থেকে একটি এলসিডি টিভি, বেশ কিছু মোবাইল ফোন, তিনটি চার্জার এবং একটি নোটবুক উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া সানরাইজার্স হায়দরাবাদ বনাম কিংস ইলেভেন পঞ্জাবের মধ্যে ম্যাচে অনলাইন বেটিংয়ের জন্য গত রাতে আরও চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। হর্ষদ (৪২), শামসু (৪৫), ইফসুল রেহমান (৩৪) ও মহম্মদ রশিদ (৩১) চারজনই ব্যবসায়ী। কোঝিকোড়ের একটি ভাড়া বাড়ি থেকে এই চারজনকে গ্রেফতার করা হয়। এদের কাছ থেকে ছ’টি মোবাইল ফোন, কম্পিউটার ও পাঁচ লাখ টাকার উপর বাজেয়াপ্ত করা হয়েছে।

আরও খবর

স্কুলের বাচ্চারাও এখন ক্রিকেট বেটিংয়ে, শুনে চমকে গেলাম

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ipl 2016 Betting Delhi Mumbai
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE