Advertisement
২৫ এপ্রিল ২০২৪
লা লিগা// মালাগা ০ : বার্সেলোনা ২

থিয়াগোকে নিয়ে জয় দেখলেন মেসি

শনিবার রাতে মালাগার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে শুরু থেকেই আক্রমণের ঝড় তোলেন সুয়ারেস-রা। ১৫ মিনিটেই জর্ডি আলবা-র পাস থেকে গোল করেন উরুগুয়ের স্ট্রাইকার। ২৮ মিনিটে ফিলিপে কুটিনহো গোল করেন ওসমানু দেম্বেলে-র পাস থেকে।

গোল করে সুয়ারেস। ছবি: গেটি ইমেজেস

গোল করে সুয়ারেস। ছবি: গেটি ইমেজেস

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১২ মার্চ ২০১৮ ০৪:৪৩
Share: Save:

তৃতীয় সন্তানের জন্মের জন্য তিনি মালাগা-র বিরুদ্ধে লা লিগার ম্যাচ খেলতে পারেননি। কিন্তু লিওনেল মেসি-র মন পড়েছিল মাঠেই। বড় ছেলে থিয়াগো-র সঙ্গে টিভিতেই দেখলেন লুইস সুয়ারেস ও ফিলিপে কুটিনহো যুগলবন্দিতে বার্সেলোনার দুরন্ত জয়।

থিয়াগো-র সঙ্গে বসে মালাগা বনাম বার্সেলোনা ম্যাচ দেখার ছবি মেসি সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে পোস্ট করে লিখেছেন, ‘আমরা তৈরি।’ আর আন্তোনেল্লা রোকুজ্জো পোস্ট করেন সদ্যোজাত সন্তানকে কোলে নিয়ে থিয়াগো, মাতেও এবং মেসি-র সঙ্গে তাঁর ছবি। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় এই দুটি ছবি।

মেসি-র তৃতীয় সন্তানকে স্বাগত জানাতেই যেন শনিবার রাতে মালাগার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে শুরু থেকেই আক্রমণের ঝড় তোলেন সুয়ারেস-রা। ১৫ মিনিটেই জর্ডি আলবা-র পাস থেকে গোল করেন উরুগুয়ের স্ট্রাইকার। ২৮ মিনিটে ফিলিপে কুটিনহো গোল করেন ওসমানু দেম্বেলে-র পাস থেকে। দু’মিনিটের মধ্যে ফের বিপর্যয় মালাগা শিবিরে। আলবা-কে ফাউল করে লাল কার্ড দেখেন মালাগা স্ট্রাইকার স্যামুয়েল গার্সিয়া স্যাঞ্চেস (সামু)। দশ জন হয়ে যাওয়ার পরে পুরোপুরি রক্ষণাত্মক হয়ে যায় মালাগা।

বার্সা ম্যানেজার আর্নেস্তো ভালভার্দে অবশ্য ম্যাচের ফলের চেয়েও বেশি উচ্ছ্বসিত দেম্বেলে-র পারফরম্যান্সে। সাংবাদিক বৈঠকে ভালভার্দে বলেছেন, ‘‘দেম্বেলে-র সব চেয়ে ইতিবাচক দিক হচ্ছে, সব সময় চেষ্টা করে। ওর বয়স কম। তার উপর সদ্য চোট সারিয়ে উঠেছে। স্বাভাবিক ভাবেই কিছুটা চাপে ছিল দেম্বেলে।’’

চ্যাম্পিয়ন্স লিগ প্রি-কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় পর্বে চেলসি-র বিরুদ্ধে ম্যাচের আগে দলকে দেখে নিতে চেয়েছিলেন ভালভার্দে। তিনি বলেছেন, ‘‘শুরুতে গোল করে এগিয়ে যাওয়াটা সব চেয়ে গুরুত্বপূর্ণ। চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বে চেলসি-র বিরুদ্ধে সেই সুযোগটা আমরা হাতছাড়া করেছি। এখন আমি শুধু দ্বিতীয় পর্বের ম্যাচটা নিয়েই ভাবতে চাই।’’ ৩০ মিনিটে মালাগা দশ জন হয়ে যাওয়ায় যে কিছুটা সুবিধে হয়েছে, স্বীকার করে নিয়েছেন ভালভার্দে। তিনি বলেছেন, ‘‘সামু লাল কার্ড দেখায় ম্যাচটা সহজ হয়ে গিয়েছিল।’’

২৮ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে লা লিগা টেবলের শীর্ষ স্থানে বার্সা। এক ম্যাচ কম খেলে ৬১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আতলেতিকো দে মাদ্রিদ। তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ২৮ ম্যাচে ৫৭। ভালভার্দে বলেছেন, ‘‘রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো দে মাদ্রিদের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি। ওরা এখনও আমাদের প্রতিপক্ষ।’’

মালাগা-কে হারিয়ে লা লিগায় চ্যাম্পিয়ন হওয়ার পরে আরও এক ধাপ এগোনোর রাতেই আর্থার মেলো-র সঙ্গে চুক্তি সেরে ফেলল বার্সা। ২১ বছর বয়সি ব্রাজিলীয় মিডফিল্ডার খেলেন গ্রেমিও-তে। ৩০ মিলিয়ন ইউরোতে (ভারতীয় মুদ্রায় প্রায় ২৪১ কোটি) চুক্তিবদ্ধ হন আর্থার। তবে কবে তিনি বার্সায় যোগ দিচ্ছেন, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যমের দাবি, ২০১৯ সালের জানুয়ারি থেকে তিনি অনুশীলনে নামবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Suarez Football Barcelona Malaga La Liga
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE