ইস্টবেঙ্গলে শুভ ঘোষ টুইটার
এসসি ইস্টবেঙ্গলে সই করতে চলেছেন শুভ ঘোষ। কেরল ব্লাস্টার্স থেকে লোনে আসতে পারেন তিনি।
কেরলের দলে যাওয়ার আগে মোহনবাগানের হয়ে আই লিগ জিতেছেন এই স্ট্রাইকার। কিবু ভিকুনার কোচিংয়ে। পরের মরসুমে এটিকে মোহনবাগানে যোগ দিলেও কেরলে চলে আসেন শুভ।
মঙ্গলবার নেটমাধ্যমে শুভর এসসি ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার খবর জানিয়েছে কেরল ব্লাস্টার্স। গত মরসুমে আইএসএল-এ খেলার সুযোগ পাননি শুভ। তবে এখনও এসসি ইস্টবেঙ্গলের তরফ থেকে সরকারী ভাবে কিছু ঘোষণা করা হয়নি। শোনা যাচ্ছে, আদিল খান, রোমিয়ো ফার্নান্দেজ, সেরিনিয়ো ফার্নান্দেজও যোগ দিতে পারেন এসসি ইস্টবেঙ্গলে।
The club has reached an agreement with SC East Bengal for a season-long loan for Subha Ghosh.
— K e r a l a B l a s t e r s F C (@KeralaBlasters) August 31, 2021
Go well, Blaster! 💛#YennumYellow pic.twitter.com/N1kYnzxWJ8
সোমবার অমরজিৎ সিংহ কিয়ামকে সই করিয়েছিল এসসি ইস্টবেঙ্গল। এবার সই করতে চলেছেন আরও একঝাঁক স্বদেশী ফুটবলার।