তাঁদের খেলা দেখতে দেশবাসীকে মাঠে আসার অনুরোধ জানিয়েছিলেন সুনীল ছেত্রী। টুইটারে পোস্ট করা এক ভিডিয়ো বার্তায়। যে ভিডিয়ো পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যে ভারতীয় ফুটবল অধিনায়ক পাশে পেয়ে গেলেন দেশের ক্রিকেট অধিনায়ককে। বন্ধু সুনীলের সঙ্গে গলা মিলিয়ে বিরাট কোহালিও আবেদন জানালেন, মাঠে আসুন। ফুটবলারদের পাশে থাকুন।
শুক্রবার চিনা তাইপের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন সুনীল। ভারত জিতেছিল ৫-০ গোলে। শনিবারই সুনীল তাঁর ভিডিয়ো বার্তায় বলেন, ‘‘মুম্বইয়ে যাঁরা মাঠে এসে খেলা দেখেছিলেন, তাঁদের সবাইকে ধন্যবাদ। তবে আমার এই ভিডিয়ো আপনাদের জন্য নয়। যাঁরা মাঠে আসেননি, তাঁদের জন্য। তাঁদের কাছে আমার আবেদন, দয়া করে মাঠে আসুন। দু’টো কারণের জন্য আসবেন। এক, এটা বিশ্বের সেরা খেলা। দুই, আমরা দেশের জন্য খেলি।’’
এই আবেদন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরে নিজের প্রতিক্রিয়া জানান কোহালি। তিনিও টুইটারে এক ভি়ডিয়ো বার্তা পোস্ট করেন। সেখানে কোহালি বলেন, ‘‘আপনারা মাঠে এসে আমাদের ফুটবলারদের পাশে দাঁড়ান। আমি জানি, ওরা কতটা পরিশ্রম করে। ক্রীড়াপ্রেমী হিসেবে সব রকম খেলাকেই সমর্থন করতে হবে।’’
এখানেই শেষ নয়। কোহালি আরও বলেন, ‘‘হয়তো কোনও দিন আপনাদের ছেলে-মেয়েরাও একই ভাবে কোথাও খেলতে নামবে। তখন ওদেরও এই সমর্থনটার দরকার হবে।’’
সোমবার সুনীলরা আবার মাঠে নামবেন কিনিয়ার বিরুদ্ধে। শনিবার আন্তঃমহাদেশীয় কাপে কিনিয়া ২-১ গোলে হারায় নিউজিল্যান্ডকে।