Advertisement
১৮ এপ্রিল ২০২৪

স্ট্রোক অ্যাম্বাস্যাডর গাওস্কর

তাঁর ক্রিকেটার জীবনে বোলাররা তাঁকে ভয় পেতেন রকমারি সব স্ট্রোকের জন্য।

সংবাদ সংস্থা
হায়দরাবাদ শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০১৬ ০৩:৩০
Share: Save:

তাঁর ক্রিকেটার জীবনে বোলাররা তাঁকে ভয় পেতেন রকমারি সব স্ট্রোকের জন্য। সেই সুনীল গাওস্কর এ বার প্রচারে নামছেন ভারতে স্ট্রোকের শুভেচ্ছা দূত হিসেবে। দেশে প্রতি বছর ১৭ লক্ষ মানুষ স্ট্রোকে আক্রান্ত হন। সেই স্ট্রোকের বিরুদ্ধে এ বার জনসচেতনতা বাড়াতে বুধবার ভারতের ‘স্ট্রোক অ্যাম্বাস্যাডর’ করা হয় গাওস্করকে। বুধবার রাতে নিজামের শহরে আয়োজিত দশম ওয়ার্ল্ড স্ট্রোক কংগ্রেসে নতুন দায়িত্ব পাওয়ার পর গাওস্করের প্রতিক্রিয়ার ভিডিও মেসেজও দেখানো হয়। যেখানে সানির রসিক মন্তব্য, ‘‘দীর্ঘ ক্রিকেট জীবনে বড় রান করার সময় স্ট্রোক করতে মুখিয়ে থাকতাম। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একটা স্ট্রোককে সব সময়ই ভয় পাই। কারণ এই স্ট্রোকে আমার শারীরিক প্রতিবন্ধকতা আসতে পারে বা আমার জীবনের ইনিংসও শেষ হয়ে যেতে পারে। সেটা হল ব্রেন স্ট্রোক।’’ ক্রিকেটের লিটল মাস্টার সঙ্গে এটাও বলতে ভোলেননি , ‘‘বিশ্বজুড়ে মানুষ স্ট্রোকে শারীরিক প্রতিবন্ধী হচ্ছেন বা মারা যাচ্ছেন। ভারতে ইদানিং কম বয়সে অনেকেই এই রোগে আক্রান্ত হয়ে সমস্যায় পড়ছেন। এ বার আমাদের তা প্রতিরোধ করতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sunil Gavaskar Stroke Ambassador
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE