Advertisement
২১ মে ২০২৪
Suresh raina

সুরক্ষাবিধি লঙ্ঘন করে গ্রেফতার ও মুক্ত রায়না

আইপিএলে চেন্নাই সুপার কিংসের শিবির থেকে বিতর্কিত ভাবে ফিরে এসেছিলেন রায়না। তখনও নানা মহল থেকে সুরক্ষা বিধি লঙ্ঘনের কথা উঠেছিল।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২০ ০৪:০৬
Share: Save:

করোনা সুরক্ষা বিধি ভেঙে ফের বিপাকে সুরেশ রায়না। মুম্বইয়ের অভিজাত ক্লাবে ভোর রাত পর্যন্ত হাজির থাকার অভিযোগে গ্রেফতারও হলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রায়না। যদিও পরে জামিনে মুক্তি পেয়েছেন।

আইপিএলে চেন্নাই সুপার কিংসের শিবির থেকে বিতর্কিত ভাবে ফিরে এসেছিলেন রায়না। তখনও নানা মহল থেকে সুরক্ষা বিধি লঙ্ঘনের কথা উঠেছিল। মঙ্গলবার ভোররাতে এই ঘটনা ঘটেছে মুম্বই বিমানবন্দর সংলগ্ন একটি অভিজাত ক্লাবে। পুলিশের অভিযোগ, করোনা সংক্রমণ প্রতিরোধের জন্য মহারাষ্ট্র সরকারের জারি করা ক্লাব, পানশালা বন্ধ করার নির্দিষ্ট সময়ের পরেও খোলা ছিল এই ক্লাবটি। সেখানে হাজির অনেকেই মুখাবরণ না পরে ছিলেন। মানা হচ্ছিল না সামাজিক দূরত্ব বিধিও। ক্লাবের সাত কর্মী-সহ ৩৪ জনকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। সেই দলেই ছিলেন সুরেশ রায়না, গায়ক গুরু রণধাওয়া, অভিনেতা হৃতিক রোশনের

প্রাক্তন স্ত্রী সুজ়ান খানেরা। এফআইআর-এ এই তিন তারকার নাম উল্লেখ করেছে পুলিশ। পরে সবাইকেই জামিনে মুক্তি দেওয়া হয়। বিমানবন্দর সংলগ্ন ওই ক্লাবে রাত দু’টো পঞ্চাশ মিনিটে প্রথম যায় পুলিশ। তখন মুম্বইয়ের ক্লাব, পানশালা বন্ধ রাখার কথা। কিন্তু ক্লাবে পার্টি চলছিল তখনও এবং কোনও রকম সুরক্ষা-বিধি না মানার অভিযোগও করে পুলিশ।

দুপুরে রায়নার তরফে বিবৃতিতে বলা হয়, ‍‘‍‘একটি শুটিংয়ের কাজে মুম্বই গিয়েছিলেন রায়না। যা সোমবার গভীর রাত পর্যন্ত চলেছিল। এক বন্ধুর আমন্ত্রণেই ওই অভিজাত ক্লাবে নৈশভোজ সারতে গিয়েছিলেন তিনি। তার পরেই দিল্লির উড়ানে বাড়ি ফেরার কথা ছিল। ক্লাব বন্ধ হওয়ার স্থানীয় সময় ও নিয়ম সম্পর্কে কোনও ধারণা ছিল না তাঁর।’’ যদিও প্রশ্ন থেকে যাচ্ছে, আট মাসের উপর অতিমারি চলছে। সুরক্ষাবিধি সম্পর্কে এখনও কী করে কেউ অবহিত না থাকতে পারেন?

সূর্যের আলো পড়ায় বন্ধ ম্যাচ: সূর্যের আলো এমন ভাবে মাঠে পড়ছিল, ব্যাটম্যানদের বল দেখতে সমস্যা হচ্ছিল। নিউজ়িল্যান্ডের ম্যাকলিন পার্ক স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি এই কারণে বন্ধ ছিল কিছুক্ষণ। সূর্য অস্ত না যাওয়া পর্যন্ত খেলা বন্ধ থাকে। ২০১৯ সালে ভারতের বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচেও এই ঘটনা ঘটে। শেষ পর্যন্ত নিউজ়িল্যান্ড করে ১৭৩-৭। জবাবে ২ বল বাকি থাকতেই জয়ী পাকিস্তান। সিরিজ আগেই দখল করেছে নিউজ়িল্যান্ড।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Suresh raina Cricket coronavirus
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE