Advertisement
E-Paper

চেন্নাই দলে রায়নার ফেরা নিয়ে জট কাটতে চলেছে

আইপিএল গভর্নিং কাউন্সিলেন এক সদস্য জানিয়েছেন, তাঁরা মিটিংয়ে একজন ভারতীয় ও দু’জন বিদেশি ধরে রাখার প্রস্তাব দেবে। আর যে সব প্লেয়াররা পুণে ও গুজরাতের গত দু’বছর খেলেছেন তাঁদের যাতে চেন্নাই ও রাজস্থান ধরে রাখতে পারে সেই দাবিও জানানো হবে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৭ ১৬:১৩
সুরেশ রায়না। —ফাইল চিত্র।

সুরেশ রায়না। —ফাইল চিত্র।

দু’বছর নির্বাসন কাটিয়ে আইপিএল-এ ফিরছে চেন্নাই সুপার কিংস। কিন্তু গোল বেধেছে প্লেয়ার ধরে রাখায়। আইপিএল গভর্নিং কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী দু’জন ভারতীয় ও একজন বিদেশি ক্রিকেটার ধরে রাখতে পারবে দল। যদিও আগামী সপ্তাহে এর উপর সিদ্ধান্ত নেওয়া হবে। দলগুলোর প্লেয়ার ধরে রাখার তালিকা আরও বাড়াতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে সব থেকে সমস্যায় চেন্নাই সুপার কিংস। কারণ তারা ধরে রাখতে চাইছে এমএস ধোনি, রবিচন্দ্রন অশ্বিন ও ফাফ দু প্লেসিকে। এই দলের সব থেকে সফল ব্যাটসম্যান সুরেশ রায়নাকে ধরে রাখতে হলে সমস্যায় পড়তে হবে সিএসকেকে। গত আট বছরে ধোনি ও রায়না একই ফ্র্যাঞ্চাইজিতেই খেলেছে। দু’জনেই দলকে সাফল্য এনে দিয়েছিল।

আরও পড়ুন

আমি রোবট নই, বলে দিলেন বিরাট

আইপিএল গভর্নিং কাউন্সিলেন এক সদস্য জানিয়েছেন, তাঁরা মিটিংয়ে একজন ভারতীয় ও দু’জন বিদেশি ধরে রাখার প্রস্তাব দেবে। আর যে সব প্লেয়াররা পুণে ও গুজরাতের গত দু’বছর খেলেছেন তাঁদের যাতে চেন্নাই ও রাজস্থান ধরে রাখতে পারে সেই দাবিও জানানো হবে। আগামী মাসের ওয়ার্কশপে ফ্র্যাঞ্চাইজিগুলোর সামনে এই প্রস্তাব রাখা হবে। রাজীব শুক্ল জানিয়েছেন, কতজন ক্রিকেটারকে শেষ পর্যন্ত ধরে রাখা যাবে তা নির্ধারিত হবে ফ্র্যাঞ্চাইজিরা কী চাইছে তার উপর। সেটা তিন থেকে পাঁচ হতে পারে। এও জানা গিয়েছে বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি চাইছে স্যালারি পার্স ৬০ থেকে ৭৫ কোটি করতে। আবার কেউ কেউ বলছে সেটা ৮০ কোটি করে দিতে। হয়তো এই দাবিটা মেনেও নেওয়া হবে। সুরেশ রায়নাকে নিয়ে জল্পনা থামাতে শেষ পর্যন্ত টুইট করেছে চেন্নাই সুপার কিংস।

দেখুন টুইট

দেখুন টুইট ' ! 🦁💛

দেখুন টুইট

Cricket Cricketer Suresh Raina Chennai Super Kings IPL 2018 সুরেশ রায়না
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy