Advertisement
E-Paper

এখন থেকে চারেই সূর্য

এত দিন ছিলেন নির্ভরযোগ্য লোয়ার মিডল অর্ডার। এ বার থেকে নিয়মিত চার নম্বর। চলতি আইপিএলে সূর্যকুমার যাদবের ব্যাটিং অর্ডার এমনটাই হতে চলেছে। বৃহস্পতিবার শহরে এক অনুষ্ঠানে এসে বলে গেলেন কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীর।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৫ ০৩:২১
বুধবার রাতে টিম হোটেলে সূর্যকে কেক মাখিয়ে উৎসব। ছবি: টুইটার।

বুধবার রাতে টিম হোটেলে সূর্যকে কেক মাখিয়ে উৎসব। ছবি: টুইটার।

এত দিন ছিলেন নির্ভরযোগ্য লোয়ার মিডল অর্ডার। এ বার থেকে নিয়মিত চার নম্বর।

চলতি আইপিএলে সূর্যকুমার যাদবের ব্যাটিং অর্ডার এমনটাই হতে চলেছে। বৃহস্পতিবার শহরে এক অনুষ্ঠানে এসে বলে গেলেন কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীর।

নিজে রান পেয়েছেন। আবার তরুণ সূর্যকে আচমকা সহ-অধিনায়ক করার সিদ্ধান্তও খেটে গিয়ে দুর্দান্ত ভাবে। আর দুইয়ে মিলে গম্ভীরকে এ দিন অসম্ভব তৃপ্ত দেখিয়েছে। বলেও দিয়েছেন, ‘‘নিজে রান পেলে ভালই লাগে। তাতে পরের ম্যাচগুলোয় আরও খোলা মনে নামা যায়। তবে আমি নিজের কথা ভাবছি না। ভাবছি টিমের কথা। কেকেআরকে এ বার তিন নম্বর আইপিএল ট্রফিটা দিতে চাই।’’ এখানেই না শেষ করে গম্ভীরের সংযোজন, ‘‘আসলে জাক কালিস চার নম্বরে ব্যাট করত। কালিস টিমের ভাইস ক্যাপ্টেনও ছিল। তাই সূর্যকে যখন চার নম্বরে উঠিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত হল, তখন ভাবলাম একই সঙ্গে ওকে সহ অধিনায়ক করে দিলে কেমন হয়?’’

এমনিতে এ দিন প্র্যাকটিস ছিল না কেকেআরের। ওয়াসিম আক্রম, জাক কালিস, রায়ান টেন দুশখাতের মতো কেউ কেউ গেলেন গল্ফ খেলতে। পীযুষ চাওলার মতো কেউ কেউ আবার টুকটাক বেরোলেন। পুরো টিমটাকেই এ দিন ছুটি দেওয়া হয়েছিল।

এবং বুধবারের জয়ে কেকেআর ম্যানেজমেন্ট বলাবলি করছে, ঘরোয়া ক্রিকেটারদের সুযোগ দিতে বিখ্যাত করার ব্যাপারে কেকেআরের কোনও প্রতিদ্বন্দ্বী নেই। অথচ কেকেআরের ক্ষেত্রে ব্যাপারটা সে ভাবে প্রচার পায় না। কিন্তু মণীশ পাণ্ডে থেকে শুরু করে সূর্য— সবাইকে তুমুল পরিচিতি দিয়েছে কেকেআর। দিয়েছে এমন একটা মঞ্চ যেখানে দাঁড়িয়ে বড় কিছু ভাবা যায়। টিমটা শুধু এখন একটাই সংকল্প নিচ্ছে। গত বারও মুম্বইয়ের বিরুদ্ধে উদ্বোধনী যুদ্ধ জিতেছিল নাইটরা। কিন্তু তার পর টানা কয়েকটা ম্যাচ হারতে হয়েছিল। এ বার সেটা হলে চলবে না।

শোনা গেল, গত রাতে বিজয়োৎসব শেষে শাহরুখ খান আলাদা আলাদা করে বসেছেন কয়েক জন ক্রিকেটারের সঙ্গে। যেমন নারিন। যেমন সূর্য। যেমন গম্ভীর। পরের পর টুইটও গিয়েছেন বাদশা খান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিনন্দনসূচক টুইটের উত্তরে লিখেছেন, ‘থ্যাঙ্ক ইউ দিদি। আপনাকে এ বার মিস করলাম। বাড়ির মাছটাও। আপনাকে প্রচুর ভালবাসা। সুস্থ থাকুন। কেকেআর লড়ে যাবে।’ আবার গম্ভীরের ব্যাট ভাঙা নিয়ে ইয়ার্কিও আছে। কিঙ্গ খান লিখে দিয়েছেন, ‘কয়েক দিনের জন্য আমি ফ্রি, তাই দিনগুলো উপভোগ করতে চাই। গোতি আর ওর টিম নতুন একটা সিরিজ শুরু করেছে— ব্রেকিং ব্যাট!’

—সূর্যকুমার যাদব (আইপিএলের সরকারি ওয়েবসাইটে)

Syrya kumar yadav 4th batsman kkr gautam gambhir ipl8
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy