Advertisement
১১ মে ২০২৪
Kapil Dev

T20 World Cup 2021: বিশ্বজয়ী ধোনিতে আস্থা কপিলের, সৌরভের শহরে এসে বোর্ড সভাপতির সিদ্ধান্তে সমর্থন

চুটিয়ে আইপিএল খেলছেন। চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিয়ে একের পর এক ম্যাচে জেতাচ্ছেন। তাই ধোনির উপর আস্থা রেখে বোর্ড যে কোনও ভুল করেননি সেটাই স্পষ্ট করেন কপিল।

কপিল দেব

কপিল দেব ফাইল চিত্র

নিজস্ব সংবাদাদতা
কলকাতা শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২১ ২২:৪৪
Share: Save:

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড টি২০ বিশ্বকাপে মহেন্দ্র সিংহ ধোনিকে মেন্টর হিসেবে নিযুক্ত করায় খুশি কপিল দেব। এক গয়না প্রস্তুতকারক সংস্থার অনুষ্ঠানে মহারাজের শহরে এসে এ কথা সাফ জানিয়ে দিলেন ভারতের হয়ে প্রথম বিশ্বকাপ জেতা অধিনায়ক।

কপিল বলেন, ‘‘দারুণ সিদ্ধান্ত। বিশ্বকাপের মঞ্চে ওর অভিজ্ঞতা কাজে লাগবে।’’

গত বছর ১৫ অগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ধোনি। তাঁর নেতৃত্বে ২০০৭ সালে ভারত টি২০ বিশ্বকাপ এবং ২০১১ সালে একদিনের ক্রিকেটের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ভারত।

চুটিয়ে আইপিএল খেলছেন। চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিয়ে একের পর এক ম্যাচে জেতাচ্ছেন। তাই ধোনির উপর আস্থা রেখে বোর্ড যে কোনও ভুল করেননি সেটাই স্পষ্ট করেন কপিল।

সাধারণ ভাবে খেলা ছাড়ার বেশ কয়েক বছর পর কোচ বা মেন্টরের ভূমিকায় দেখা যায় ক্রিকেটারদের। ধোনির ক্ষেত্রে ব্যাপারটা যে একেবারেই আলাদা, সে কথা মনে করিয়ে কপিল বলেন, ‘‘সাধারণ ভাবে ক্রিকেট থেকে অবসর নেওয়ার ৩-৪ বছর পর কোচ বা মেন্টর হিসেব কাজ করেন প্রাক্তন ক্রিকেটাররা। তবে ধোনি একেবারে আলাদা।’’

টি২০ বিশ্বকাপের ভারতীয় দল নিয়ে বিতর্ক থাকলেও সেই বিতর্কে ঢুকতে নারাজ কপিল। তিনি বলেন, ‘‘এখন দল ঘোষণা হয়ে গিয়েছে। আমি বিতর্ক বাড়াতে চাই না। আশা করব ভারতীয় দল দারুণ ক্রিকেট খেলবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kapil Dev Mahendra Singh Dhoni T20 World Cup 2021
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE