Advertisement
২৬ অক্টোবর ২০২৪
ICC Mens T20 World Cup 2024

কার পরামর্শে সাফল্য, আমেরিকার বিরুদ্ধে ৪ উইকেট নিয়ে রহস্য ফাঁস করলেন আরশদীপ

ম্যাচের প্রথম বলেই আরশদীপ আউট করেন আমেরিকার ওপেনার সায়ন জাহাঙ্গিরকে। ভারতের প্রথম বোলার হিসাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনও ম্যাচের প্রথম বলেই উইকেট নেওয়ার নজির গড়লেন তিনি।

পন্থের সঙ্গে আরশদীপ।

পন্থের সঙ্গে আরশদীপ। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৩ জুন ২০২৪ ০০:৪৯
Share: Save:

৯ রানে ৪ উইকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের হয়ে সেরা বোলিং করে খুশি আরশদীপ সিংহ। ম্যাচের সেরার পুরস্কার পাওয়া জোরে বোলার পরের ম্যাচগুলিতেও ফর্ম ধরে রাখতে চান।

আমেরিকার বিরুদ্ধে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার পাওয়া আরশদীপ মেনে নিয়েছেন, আগের দু’টি ম্যাচে ভাল বল করতে পারেননি। উইকেট পেলেও বেশি রান দিয়ে ফেলেছিলেন। আরশদীপ বলেছেন, ‘‘আগের দু’টি ম্যাচে প্রত্যাশা মতো বল করতে পারিনি। বেশি রান দিয়ে ফেলেছি। তবে দলের সবাই পাশে ছিল। এখানকার পিচ জোরে বোলারদের সাহায্য করেছে। বল যথেষ্ট নড়াচড়া করেছে। সঠিক লাইন এবং লেংথে বল রাখতে পারলে ফল পাওয়া গিয়েছে। ইনিংসের শেষ দিকেও ভাল সাহায্য পাওয়া গিয়েছে পিচ থেকে।’’

আরশদীপ জানিয়েছেন যশপ্রীত বুমরার পরামর্শ কাজে লেগেছে। তিনি বলেছেন, ‘‘বুমরা আমাকে বলেছিল, ইয়র্কার ব্যবহার করতে। ব্যাটারদের ইয়র্কার দিয়ে চমকে দেওয়ার পরামর্শ দিয়েছিল ইনিংসের প্রথম দিকে। খেলা শুরুর আগে সেটা অনুশীলন করেছিলাম। চেষ্টা করব প্রতি দিন অনুশীলনে ইয়র্কার করার। আশা করব, বিশ্বকাপের পরের পর্বেও একই রকম ভাবে দলকে সাহায্য করতে পারব। আমাদের সব বোলারই ভাল বল করেছে।’’

অন্য বিষয়গুলি:

Arshdeep Singh india cricket team Rohit Sharma
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE