৯ রানে ৪ উইকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের হয়ে সেরা বোলিং করে খুশি আরশদীপ সিংহ। ম্যাচের সেরার পুরস্কার পাওয়া জোরে বোলার পরের ম্যাচগুলিতেও ফর্ম ধরে রাখতে চান।
আমেরিকার বিরুদ্ধে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার পাওয়া আরশদীপ মেনে নিয়েছেন, আগের দু’টি ম্যাচে ভাল বল করতে পারেননি। উইকেট পেলেও বেশি রান দিয়ে ফেলেছিলেন। আরশদীপ বলেছেন, ‘‘আগের দু’টি ম্যাচে প্রত্যাশা মতো বল করতে পারিনি। বেশি রান দিয়ে ফেলেছি। তবে দলের সবাই পাশে ছিল। এখানকার পিচ জোরে বোলারদের সাহায্য করেছে। বল যথেষ্ট নড়াচড়া করেছে। সঠিক লাইন এবং লেংথে বল রাখতে পারলে ফল পাওয়া গিয়েছে। ইনিংসের শেষ দিকেও ভাল সাহায্য পাওয়া গিয়েছে পিচ থেকে।’’
আরশদীপ জানিয়েছেন যশপ্রীত বুমরার পরামর্শ কাজে লেগেছে। তিনি বলেছেন, ‘‘বুমরা আমাকে বলেছিল, ইয়র্কার ব্যবহার করতে। ব্যাটারদের ইয়র্কার দিয়ে চমকে দেওয়ার পরামর্শ দিয়েছিল ইনিংসের প্রথম দিকে। খেলা শুরুর আগে সেটা অনুশীলন করেছিলাম। চেষ্টা করব প্রতি দিন অনুশীলনে ইয়র্কার করার। আশা করব, বিশ্বকাপের পরের পর্বেও একই রকম ভাবে দলকে সাহায্য করতে পারব। আমাদের সব বোলারই ভাল বল করেছে।’’