Advertisement
২৬ অক্টোবর ২০২৪
T20 World Cup 2024

জিতলেই সেমিফাইনাল পাকা, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কি বদল হতে পারে ভারতের প্রথম একাদশে?

সোমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ৮-এ নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে ভারত। এই ম্যাচে কি ভারতের প্রথম একাদশে কোনও বদল হতে পারে?

cricket

ভারতীয় ক্রিকেট দল। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৪ জুন ২০২৪ ১৪:২৯
Share: Save:

এখনও পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের সব ম্যাচ জিতেছে ভারত। সোমবার সুপার ৮-এ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবেন রোহিত শর্মারা। এই ম্যাচ জিতলেই সেমিফাইনাল পাকা। তবে হারলে বিদায় নেওয়ার আশঙ্কা থাকবে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে কি ভারতের প্রথম একাদশে কোনও বদল হতে পারে? না কি একই দল খেলাবেন রাহুল দ্রাবিড়েরা?

সাধারণত জয়ী দলে বদল হয় না। ওয়েস্ট ইন্ডিজ়ের উইকেটে তিন স্পিনার খেলানোর দিকেই ঝুঁকে ম্যানেজমেন্ট। তাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একাদশে বদলের তেমন কোনও সম্ভাবনা নেই।

ভারতের সম্ভাব্য প্রথম একাদশ:

১) রোহিত শর্মা— এখনও পর্যন্ত নিজের সেরা ফর্মে খেলতে পারেননি। বাংলাদেশের বিরুদ্ধে ভাল শুরু করেছিলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় রান করতে চাইবেন তিনি।

২) বিরাট কোহলি— গত দুই ম্যাচে শুরু করেও বড় রান করতে পারেননি। ভারত বুঝিয়ে দিয়েছে, ওপেনিংয়ে রোহিতের সঙ্গে বিরাটই খেলবেন। গুরুত্বপূর্ণ ম্যাচে দায়িত্ব নিয়ে খেলতে পারেন তিনি।

৩) ঋষভ পন্থ— চলতি বিশ্বকাপে ভারতের হয়ে ধারাবাহিক ভাবে রান করেছেন। প্রতিটি ম্যাচেই অবদান রয়েছে তাঁর। তবে ভাল শুরু করেও খারাপ শট খেলে আউট হয়ে যাচ্ছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেটি করতে চাইবেন না পন্থ।

৪) সূর্যকুমার যাদব— আমেরিকা ও আফগানিস্তানের বিরুদ্ধে অর্ধশতরান করেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও মিডল অর্ডারে তিনি বড় ভরসা।

৫) শিবম দুবে— বাংলাদেশের বিরুদ্ধে রান করেছেন। অস্ট্রেলিয়ার পেসারদের বিরুদ্ধে মাঝের ওভারে হাত খোলার জন্য শিবম দলের বড় ভরসা।

৬) হার্দিক পাণ্ড্য— বাংলাদেশের বিরুদ্ধে অর্ধশতরান করেছেন। উইকেটও নিয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও সেই কাজ করতে চাইবেন হার্দিক।

৭) অক্ষর পটেল— প্রয়োজন পড়লে উপরে ব্যাট করতে নামতে পারেন। পাশাপাশি উইকেটও নিচ্ছেন। তাই তাঁকেও দেখা যেতে পারে প্রথম একাদশে।

৮) রবীন্দ্র জাডেজা— এখনও পর্যন্ত সেরা ফর্মে না থাকলেও দল তাঁর উপর ভরসা রেখেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দেখা যেতে পারে তাঁকে। ফর্মে ফিরতে চাইবেন জাডেজা।

৯) কুলদীপ যাদব— যে দু’ম্যাচ খেলেছেন, ভাল বল করেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর বাঁহাতি স্পিন রোহিতের বড় অস্ত্র হতে পারে।

১০) যশপ্রীত বুমরা— ভারতের বোলিং আক্রমণের প্রধান অস্ত্র। চলতি বিশ্বকাপে ফর্মে রয়েছেন। প্রতিটি ম্যাচে উইকেট নিচ্ছেন। অস্ট্রেলিয়াকে হারাতে হলে আরও এক বার সেই কাজ করতে হবে বুমরাকে।

১১) আরশদীপ সিংহ— নতুন বলে ভাল বল করছেন। দলের একমাত্র বাঁহাতি পেসার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও নতুন বলে দেখা যাবে তাঁকে। বুমরার পাশাপাশি আরশদীপের উপরেও ভরসা রয়েছে রোহিতদের।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE