Advertisement
১৯ মে ২০২৪

তামিমের অভাবটাও টের পেয়েছেন মাশরাফি

একেই বলে মরার উপর খাড়ার ঘাঁ ! তাসকিন, আরাফাত সানিকে হারিয়ে ডুকরে কাঁদছে বাংলাদেশ দল, তার উপর সকাল থেকে পেটের ব্যথায় আক্রান্ত তামিম, সঙ্গে জ্বরও। দুর্বল শরীর নিয়ে খেলার মতো অবস্থায়ই নাকি ছিলেন না তিনি!

নিজস্ব সংবাদদাতা
বেঙ্গালুরু শেষ আপডেট: ২২ মার্চ ২০১৬ ১২:৫৫
Share: Save:

একেই বলে মরার উপর খাড়ার ঘাঁ ! তাসকিন, আরাফাত সানিকে হারিয়ে ডুকরে কাঁদছে বাংলাদেশ দল, তার উপর সকাল থেকে পেটের ব্যথায় আক্রান্ত তামিম, সঙ্গে জ্বরও। দুর্বল শরীর নিয়ে খেলার মতো অবস্থায়ই নাকি ছিলেন না তিনি! যে ছেলেটির শেষ ৪ ইনিংসে রান ৮৩*,৪৭, ১০৩* ও ২৪, তাঁকে ছাড়া অস্ট্রেলিয়ার মতো শক্তিধর দলের সঙ্গে টি-২০ খেলার কথা কল্পনা করে কী ভাবে বাংলাদেশ ? খেলার ৩ ঘণ্টা আগেও যেই ছেলেটিকে অপরিহার্য রেখে ব্যাটিং অর্ডার সাজিয়েছে টিম ম্যানেজমেন্ট, সেই ছেলেটিই কি না ওয়ার্ম আপের সময় জানিয়ে দিলেন শরীরে আর কুলাচ্ছে না ! এটাই এলোমেলো করে দিয়েছে সব কিছু। দলের কম্বিনেশন, ব্যাটিং অর্ডার সব কিছু। মাশরাফির কথাতেও এই আক্ষেপ। তিনি বলেছেন, “তামিমের না থাকাটা আমাদের জন্য বিগ লস। দুর্ভাগ্যবশত এমনিতেই দু’জন খেলোয়াড় আমাদের সঙ্গে নেই। তার উপর খেলার দিন সকাল থেকেই তামিমের শরীর খারাপ। এটা আমাদের জন্যে বড় ধাক্কা। দুপুর পর্যন্ত আমরা আশাবাদী ছিলাম। ও নিজে মাঠে এসে একটু প্র্যাকটিস করে দেখেছে। কিন্তু তার পরেই শরীর আরও খারাপ হতে শুরু করে। ও আর পারেনি।’’

সর্বাত্মক চেষ্টা করেও ম্যাচে হেরে গিয়েছে বাংলাদেশ দল। নাম না করেও মিঠুন, আল আমিনের ক্যাচ ড্রপকেও হারের কারণ মনে করছেন মাশরাফি। ‘‘ছোট ছোট ভুলের কারণে হয়তো বা অনেক কিছু করা সম্ভব হয়নি। যদি ওগুলো ওভারকাম করতে পারতাম তা হলে ম্যাচটা অন্য দিকে যেতে পারত। দু-তিনটে জায়গায় আমাদের ব্যাটসম্যান-বোলাররা ভাল করেনি। ফিল্ডিং ও বোলিংয়ে আরেকটু ভাল করতে পারলে এই রানটাই অনেক বড় টার্গেট হয়ে যেত। তা হলে হয়তো ম্যাচটা আমাদের দিকে আসলেও আসতে পারত।’’ মন্তব্য হতাশ বাংলাদেশ অধিনায়কের।

তাসকিন, আরাফাত সাসপেন্ড হওয়ায় ঢাকা থেকে জরুরি তলব করে শুভাগত হোম, সাকলায়েন সজীবকে উড়িয়ে আনা হয়েছিল। ১৭ ঘণ্টা ভ্রমণের ধকল, নিদ্রাহীন রাত কাটিয়ে চিন্নাস্বামী স্টেডিয়ামে এই দু’জন নিজেরা নিজেরা করেছেন অনুশীলন। ফ্রাঞ্চাইজি ভিত্তিক চার দিনের ক্রিকেট আসর বাংলাদেশ ক্রিকেট লিগে খেলে কাকতালীয় ভাবে টি-২০ বিশ্বকাপের মাঝপথে দলের প্রতিনিধি হতে পেরে এমনিতেই মহাখুশি তাঁরা। দলের সঙ্গে বোঝাপড়া না হওয়ার আগেই খেলে ফেলবেন, তাও আবার অস্ট্রেলিয়ার বিপক্ষে, এতটা কল্পনা করেননি দু’জনের কেউই। চিন্নাস্বামী স্টেডিয়ামে ৬ মাস আগে সেঞ্চুরি এবং ৫ উইকেটে ভারত ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের জয়ের নায়ক নাসির আছেন দলে, অথচ তার সেই অতীতকেও আনা হয়নি বিবেচনায়! আর ঠিক এখানেই প্রশ্নের মুখে পড়ছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। কম্বিনেশনের কারণেই নাকি সুযোগ হয়নি নাসিরের, এমনটাই যুক্তি বাংলাদেশ অধিনায়ক মাশরাফির। তবে তিনি জানিয়েছেন, ভবিষ্যতে অবশ্যই দেশের হয়ে খেলবেন এই তরুণ তুর্কি।

২ দিন আগে তাসকিন, আরাফত সানির না থাকাটা যে এলোমেলো করে দিয়েছে বঙ্গ ব্রিগেডকে, মাঠেই তার প্রমাণ মিলেছে। তবে সে সব নাকি খেলার সময় মাথায় ছিল না কারওরই। দাবি মাশরাফির।

হারলেও এই ম্যাচ থেকে বাংলাদেশের প্রাপ্তি কিন্তু কিছু কম নয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০তে রেকর্ড স্কোর (১৫৬/৩), ষষ্ঠ জুটিতে টি-২০ বিশ্ববকাপে ৫১ রানের সেরা পার্টনারশিপ, ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে অস্ট্রেলিয়ার ৭ ব্যাটসম্যানকে ফিরিয়ে দেয়ার কৃতিত্ব কিন্তু কম নয়। মুস্তাফিজুরের ট্রেড মার্ক অফ কাটারে নাস্তানাবুদ হয়ে মিচেল মার্শের ক্যাচ দিয়ে আসা, ফ্লিক করতে চেয়ে অজি অধিনায়ক স্টিভেন স্মিথের লেগ স্ট্যাম্প উপড়ে যাওয়া বুঝিয়ে দিয়েছে এই বাংলাদেশ কিন্তু অনেক হিসেব বদলে দেওয়ার ক্ষমতা রাখে। বাংলাদেশ হেরেছে ঠিকই, কিন্তু লড়েছে বীরের মতো। এই বীরত্ব থেকেই ভারত, নিউজিল্যান্ডের বিপক্ষে পরবর্র্তী ম্যাচ দু’টিতে ভাল খেলার প্রেরণা জোগাবে বলে বিশ্বাস করছেন মাশরাফি। রিয়াদ ফর্মে আছেন, ধারাবাহিক ভাবে ভাল করেছেন, সাকিব বোলিং ভাল করেছেন, মুশফিকও অনেক দিন পর হাতখুলে ব্যাটিং করেছেন। এই সব কিছুই বাকি দুটো ম্যাচে দলকে আরও ভাল খেলতে সাহায্য করবে বলেই আশা তাঁর।

আরও পড়ুন-হারলেও, প্রাপ্তির ঘর একে বারে শূন্য নয় মাশরাফিদের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

wt20 bangladesh tamim
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE