Advertisement
০৯ অক্টোবর ২০২৪

‘সবুজ পিচ দিতে দ্বিধায় থাকবে দক্ষিণ আফ্রিকা’

ভারতীয় দল এই সময়টায় শুধু জেতেইনি, বিরাট কোহালির নেতৃত্বে নিজেদের জন্য নতুন মানদণ্ডও স্থির করে ফেলতে পেরেছে।  বিরাট খুব ধৈর্য ধরে ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছে।

সৌরভ গঙ্গোপাধ্যায়
শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৭ ০৪:১৭
Share: Save:

অসাধারণ একটা বছর গেল ভারতীয় ক্রিকেটের জন্য। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হারটা বাদ দিলে চলার পথে যা চ্যালেঞ্জ এসেছে, সবই বেশ কর্তৃত্ব নিয়ে জিতেছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, বাংলাদেশ— বিরাট অ্যান্ড কোম্পানির সামনে যে পড়েছে, উড়ে গিয়েছে। এর মধ্যে শ্রীলঙ্কা নিজেদের দেশে এবং ভারতে, দুই জায়গাতেই দুরমুশ হয়েছে। যা ওদের মন থেকে মুছে ফেলতে সময় লাগবে।

ভারতীয় দল এই সময়টায় শুধু জেতেইনি, বিরাট কোহালির নেতৃত্বে নিজেদের জন্য নতুন মানদণ্ডও স্থির করে ফেলতে পেরেছে। বিরাট খুব ধৈর্য ধরে ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছে। সকলকে দীর্ঘ সময় ধরে সুযোগ দিয়েছে। খুব বেশি বদলের মধ্যে যায়নি। আমার মনে হয়, পরিকল্পনামাফিক এগিয়েছে বিরাট। ভভিষ্যতের কথা মাথায় রেখে বিদেশের মাঠে বড় পরীক্ষায় কারা সফল হতে পারে, সেই ক্রিকেটারদের চিহ্নিত করার চেষ্টা করেছে। কোনও সন্দেহ নেই, আগামী আঠেরো মাসের পরীক্ষাটা অনেক বেশি কঠিন হতে যাচ্ছে ওদের জন্য। এই সময়টায় সব সিরিজই তো বাইরে। দক্ষিণ আফ্রিকা দিয়ে শুরু হচ্ছে। তার পর ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ২০১৯ বিশ্বকাপ ইংল্যান্ডে। মুরলী বিজয়স চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে, রোহিত শর্মা, শিখর ধবন, কে. এল. রাহুল, কেদার যাদব-দের দক্ষতা আছে বিদেশে সফল হওয়ার। সঙ্গে রয়েথে ওদের ক্যাপ্টেন বিরাট কোহালি।

আরও পড়ুন: মেলবোর্নে সেঞ্চুরি করে মেজাজ হারালেন ওয়ার্নার

অলরাউন্ডার হিসেবে হার্দিক পাণ্ড্য খুব ভাল সংযোজন। খুব দ্রুত উন্নতি করছে ও। যত বিদেশের পরিবেশে পরীক্ষা দেবে, তত ধারালো হবে। ভারতের পেসাররা ভাল বল করছে বলে দক্ষিণ আফ্রিকাও দোনোমোনো করবে সবুজ পিচ বানানোর ব্যাপারে। ওরাও জানে, সবুজ পিচ তৈরি করলে ওদের ব্যাটসম্যানদেরও শক্তিশালী ভারতীয় পেস ব্যাটারির সামনে পড়তে হবে। যারা আগুনের জবাবে আগুন ছোটাতে পারে।

স্পিনারদের মধ্যে যুজবেন্দ্র চহাল-কে আমার এখনও পর্যন্ত সেরা মনে হয়েছে। দুর্দান্ত মানসিকতা। ভবিষ্যতে তারকা হয়ে ওঠার মশলা রয়েছে ওর মধ্যে। আগামী আঠেরো মাসে পরীক্ষা হবে অশ্বিনেরও এবং আমি নিশ্চিত, ও সেই চ্যালেঞ্জের জন্য তৈরি থাকবে। দেশের মাটি ছাড়ার আগে ভারত এমন এক প্রতিপক্ষ পেয়েছিল, যারা সে ভাবে কোনও প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেনি। কিন্তু ভারতীয় দল যেটা ভাল কাজ করেছে, বিদেশের মতো পরিবেশ তৈরি করে ম্যাচগুলোতে প্রস্তুতি সারার চেষ্টা করেছে। বিদেশে কঠিন সময়ে এই প্রস্তুতি কাজে দেবে।

অনেকেই ভাল খেলেছে কিন্তু সকলকে ছাপিয়ে গিয়েছিল রোহিত শর্মা। আশা করব, সদ্য সমাপ্ত সিরিজ থেকে পাওয়া এই আত্মবিশ্বাসটাকে হারিয়ে যেতে দেবে না ও।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE