ভারত-পাকিস্তান ক্রিকেট মানেই একটা যুদ্ধ যুদ্ধ আবহাওয়া। বরাবরই এটা হয়ে আসছে। যখন খেলতাম, তখনও যেমন সেই আবহাওয়াটা টের পেয়েছি, যখন ছোট ছিলাম, তখনও বাইরে থেকে হইচইটা দেখেছি। ক্রিকেট দুনিয়া যুগে যুগে পাল্টে গেলে কি হবে, ভারত-পাকিস্তান যুদ্ধে উত্তেজনার পারদ চড়াটা এখনও একই রয়ে গিয়েছে।
বার্মিংহামেও একই উত্তেজনা। এখানে তো দুই দেশের সমর্থক আর কম নেই। তবে যতই উত্তজনা থাকুক, টেনশন থাকুক, রবিবারের ম্যাচে কিন্তু ভারতই এগিয়ে থেকে মাঠে নামবে। গত বারের চ্যাম্পিয়নরা গত কয়েক বছরে যে ভাবে ক্রমশ শক্তি বাড়িয়েছে, তার পর এখন ভারতকে এগিয়ে রাখা ছাড়া কোনও রাস্তাই নেই। বিরাট কোহালিরা যদি নিজেরাই নিজেদের না ডোবায়, তা হলে ওদের হারানো এখন বেশ কঠিন।
প্রস্তুতি ম্যাচে আমাদের ছেলেদের ভয়ঙ্কর লেগেছে। কেউ কেউ হয়তো বলবেন, প্রস্তুতি ম্যাচই তো ছিল ওগুলো। কিন্তু বোলারদের যে অসাধারণ ফর্মে দেখা গিয়েছে, এটা অস্বীকার করার কোনও উপায় নেই। আমার তো মনে হয় চূড়ান্ত দলের পেসারদের বাছাই করাটা বিরাট ও অনিল কুম্বলের পক্ষে বেশ কঠিন কাজ হয়ে উঠতে চলেছে। আমাকে তিন পেসার বাছতে বলা হলে আমি অবশ্য উমেশ যাদব, মহম্মদ শামি ও যশপ্রীত বুমরাকে বাছতাম।