Advertisement
০৩ মে ২০২৪

বিরাটরা যেন আত্মতুষ্ট না হয়ে পড়ে, সতর্ক করছেন হরভজন

বৃহস্পতিবারই ওভালে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বিরাট কোহালির ভারত। যে ম্যাচ জিতলেই সেমিফাইনালের টিকিট চলে আসবে টিম ইন্ডিয়ার পকেটে।

পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় বোলিং চমকে দিয়েছে হরভজনকে। ছবি: সংগৃহীত।

পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় বোলিং চমকে দিয়েছে হরভজনকে। ছবি: সংগৃহীত।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ জুন ২০১৭ ০৫:১৭
Share: Save:

শ্রীলঙ্কা তেমন শক্তিশালী দল নয়। কিন্তু ভারত যেন কোনও ভাবেই শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামার আগে আত্মতুষ্ট না হয়ে পড়ে। বলছেন প্রাক্তন ভারতীয় অফস্পিনার হরভজন সিংহ।

বৃহস্পতিবারই ওভালে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বিরাট কোহালির ভারত। যে ম্যাচ জিতলেই সেমিফাইনালের টিকিট চলে আসবে টিম ইন্ডিয়ার পকেটে।

এ দিন আইসিসি-র ওয়েবসাইটে নিজের কলামে হরভজন লিখেছেন, ‘‘এই শ্রীলঙ্কাকে খুব শক্তিশালী টিম বলা যায় না। আর উপুল থরঙ্গা না থাকায় ওদের টিম বেশ নড়বড়ে পরিস্থিতিতে রয়েছে। কারণ, অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস চোটের কারণে ম্যাচ-ফিট নয়। তাই খেলতে পারছে না। এই অবস্থায় উপুল থরঙ্গার উপর বিশেষ দায়িত্ব ছিল। কিন্তু ম্যাচ সাসপেনশনে থাকায় থরঙ্গাও ভারতের বিরুদ্ধে নেই। সুতরাং শ্রীলঙ্কা যে ভারত ম্যাচের আগে খুব ভাল জায়গায় নেই, তা বোঝাই যাচ্ছে।’’

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে স্লো ওভার রেটের জন্য থরঙ্গাকে দু’ম্যাচের নির্বাসন দিয়েছে আইসিসি। সে কথা মনে করিয়ে হরভজন ফের সতর্ক করেছেন ভারতকে। ‘‘আগামী ম্যাচগুলো শ্রীলঙ্কার কাছে খুব গুরুত্বপূর্ণ। কারণ, দক্ষিণ আফ্রিকার কাছে হেরে ওরা কোণঠাসা অবস্থায় রয়েছে। ফলে সেমিফাইনালে যেতে গেলে বাকি দুই ম্যাচই ওদের কাছে ‘মাস্ট উইন’ ম্যাচ। এটা যেন মাথায় রাখে গত বারের চ্যাম্পিয়ন ভারত। কারণ বৃহস্পতিবারের ম্যাচে জেতার জন্য কিন্তু মরণকামড় দেবে শ্রীলঙ্কা।’’

আরও পড়ুন: বুমরা দারুণ কিন্তু লড়াই ব্যাট-বলের, বলছেন মালিঙ্গা

তবে নিজের দেশকেও উৎসাহ দিয়ে হরভজন বলেছেন, ‘‘পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত একটা ম্যাচ খেলেছে ভারত। যে ম্যাচ অনেক ইতিবাচক ফ্যাক্টরের সন্ধান দিয়েছে। প্রথমত, ব্যাটসম্যানরা প্রত্যেকেই আসল দিনে জ্বলে উঠেছিল। বোলাররাও অনবদ্য। বিশেষ করে বোলিং বিভাগ অনেক উন্নতি করেছে। সত্যি বলতে, পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় বোলিং আমাকে চমকে দিয়েছে।’’

হরভজন আরও বলেছেন, ‘‘ভারত ও শ্রীলঙ্কা— দু’পক্ষই যদি ৫০ ওভার খেলে শ্রীলঙ্কা তা হলে ভারতকে খুব একটা বেগ দেবে বলে মনে হয় না। তবে বিরাটরা যেন আত্মতুষ্ট না হয়ে পড়ে। পাকিস্তানকে ১২৪ রানে হারিয়ে যে ছন্দে রয়েছে টিম ইন্ডিয়া তা পড়তে দেওয়া চলবে না। আশা করি, বিরাট কোহালি আর যুবরাজ সিংহ বার্মিংহামে যেখানে শেষ করেছিল, ওভালে ঠিক সেখান থেকেই শুরু করবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE