সবে প্যানেল জমা পড়েছে। এখনও মনোনয়ন পরীক্ষা হয়নি। তার আগেই বড় ধাক্কা খেল বলরাম চৌধুরী-সুব্রত ভট্টাচার্যদের বিরোধী শিবির।
যে তিন জন হেভিওয়েট প্রার্থী মোহনবাগান নির্বাচনে বিরোধীগোষ্ঠীর হয়ে দাঁড়িয়েছিলেন, সেই তিন জনই বৃহস্পতিবার নিজেদের মনোনয়ন প্রত্যাহার করে নিলেন বলে সূত্রের খবর। এঁরা হলেন তৃণমূল কংগ্রেসের মুখ্যসচেতক শোভনদেব চট্টোপাধ্যায়, হাওড়ার দলীয় বিধায়ক অশোক ঘোষ এবং শিয়ালদহের তৃণমূল নেতা সজল ঘোষ। সূত্রটি আরও জানাচ্ছে, এ দিন বন্ধ খামে ওই তিন তৃণমূল কংগ্রেস নেতা ক্লাব নির্বাচন থেকে নিজেদের নাম প্রত্যাহারের চিঠি মোহনবাগানে পাঠিয়ে দিয়েছেন।
বলরাম চৌধুরী, যিনি সচিব পদে অঞ্জন মিত্রের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, ফোনে এ বিষয়ে বললেন, ‘‘আমি এখনও সঠিক ভাবে কিছু জানি না। যদি কেউ নাম প্রত্যাহার করে থাকেন, সেটা তাঁর ব্যাপার।’’ বিরোধী গোষ্ঠীর অন্যতম প্রধান মুখ সুব্রত ভট্টাচার্য আবার সহজে মচকানোর পাত্র নন। বললেন, ‘‘রাজনৈতিক কারণে কেউ যদি নাম প্রত্যাহার করে নেন তবে তো কিছু করার নেই! এটুকু বলতে পারি, এতে আমাদের কোনও সমস্যা হবে না।’’ ক্লাবের সহ সচিব সৃঞ্জয় বসু বললেন, ‘‘এ ব্যাপারে আমাদের কিছু জানা নেই। এটা বিরোধীদের অভ্যন্তরীণ ব্যাপার। যদি কেউ নাম প্রত্যাহার করে থাকেন তবে আমাদের কাজে নিশ্চয়ই সন্তুষ্ট বলে করেছেন।’’