রবিবার থেকে শুরু ফরাসি ওপেন। লাল সুরকির কোর্টে নামার আগে নতুন মাইলফলক নোভাক জোকোভিচের। কেরিয়ারে ১০০তম এটিপি ট্রফি জিতলেন তিনি। রজার ফেডেরারের নজির ছুঁলেন জোকোভিচ।
শনিবার জেনিভা ওপেনের ফাইনালে পোল্যান্ডের হুবার্ট হুর্কাজকে হারিয়েছেন জোকোভিচ। প্রথম সেটে হেরেও ফিরে আসেন তিনি। পরের দুটো সেটে টাইব্রেকারে গড়ায়। দুটো সেটই জেতেন সার্বিয়ার টেনিস তারকা। শেষ পর্যন্ত তিন সেটের লড়াই ৫-৭, ৭-৬, ৭-৬ জেতেন জোকোভিচ।
আরও পড়ুন:
টেনিসের ওপেন এরা-তে আর আগে ১০০-র বেশি এটিপি ট্রফি জিতেছেন মাত্র দু’জন। জিমি কোনর্স ও ফেডেরার। কোনর্সের ১০৯টি ট্রফি রয়েছে। ফেডেরারের ১০৩টি। সেই ক্লাবে নাম লেখালেন জোকোভিচ। তৃতীয় টেনিস খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়লেন তিনি।
এই জয়ের মধ্যে দিয়ে দীর্ঘদিনের ট্রফি খরা কাটালেন জোকোভিচ। গত বছর প্যারিস অলিম্পিক্সে সোনা জেতার পর থেকে কোনও ট্রফি জেতেননি তিনি। সেই খরা কাটল। এ বার সামনে ফরাসি ওপেন। নিজের চতুর্থ ফরাসি ওপেন জেতার লক্ষ্যে নামবেন ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক জোকোভিচ। তার আগে এই জয় তাঁকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে।