Advertisement
০৫ মে ২০২৪

দল বাড়তে পারে আই লিগে

দিল্লি থেকে ফোনে লিগ কমিটির চেয়ারম্যান সুব্রত দত্ত বললেন, ‘‘চার্চিল বলেছে দেশের পশ্চিমাঞ্চল থেকে কোনও দল নেই আই লিগে। সে জন্য তাদের ফেরানো হোক। এটা আমরা ফেলে দিতে পারছি না। তাই আলোচনা চলছে।’’ 

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৮ ০৬:২৭
Share: Save:

অবনমনে চলে যাওয়া চার্চিল ব্রাদার্সকে ফেরানো হতে পারে আই লিগে। মঙ্গলবার দিল্লিতে লিগ কমিটির সভার পর ঠিক হয়েছে, গোয়ার পারিবারিক ক্লাবটির আবেদন পাঠানো হবে ফেডারেশনের বিশেষ জরুরি কমিটিতে। কমিটি সিদ্ধান্ত নেবে এ ব্যাপারে।

যা পরিস্থিতি তাতে চার্চিলের আবেদন গ্রাহ্য হলে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মিনার্ভ পঞ্জাব-সহ দশ দলের লিগ হয়ে যেতে পারে এগারো দলের। ঠিক হয়েছে লিগ শুরু হবে অক্টোবরের শেষে। অর্থাৎ আইএসএল শুরু হওয়ার প্রায় এক মাস পর।

গতবার আই লিগ থেকে নেমে যাওয়া চার্চিল ফিরে আসার জন্য যে আবেদন করেছে তা অভিনব। যে যুক্তি ফেলেও দিতে পারছে না ফেডারেশন কর্তারা। দিল্লি থেকে ফোনে লিগ কমিটির চেয়ারম্যান সুব্রত দত্ত বললেন, ‘‘চার্চিল বলেছে দেশের পশ্চিমাঞ্চল থেকে কোনও দল নেই আই লিগে। সে জন্য তাদের ফেরানো হোক। এটা আমরা ফেলে দিতে পারছি না। তাই আলোচনা চলছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

I League Churchil Brothers
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE