ম্যাচ গড়াপেটায় জড়িয়ে আজীবন নির্বাসিত এখন এস শ্রীসন্থ। কেরল হাই কোর্টে আবেদন জানিয়েও লাভ হয়নি বিসিসিআই-এর হস্তক্ষেপে। গত সপ্তাহেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন শ্রীসন্থ। সোমবারই শ্রীসন্থের আবেদনের ভিত্তিতে বিসিসিআই-এর কাছে জবাব চাইল সুপ্রিম কোর্ট।
২০১৩ সালের আইপিএল-এর সময় ম্যাচ গড়াপেটায় অনেকেই জড়িয়ে পড়েছিলেন। যে কারণে নির্বাসিত হতে হয়েছিল রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসকে। দু’বছরের নির্বাসন কাটিয়ে দুই দলই ফিরেছে আইপিএল-এর মূল স্রোতে। কিন্তু আজীবন নির্বাসনই রেখে দেওয়া হয়েছে ভারতীয় এই পেসারের উপর। কিন্তু হাল ছাড়তে নারাজ শ্রীসন্থ। সেই বছর রাজস্থানের হয়ে খেলছিলেন শ্রীসন্থ।
সুপ্রিম কোর্টে শ্রীসন্থের আবেদনের পর বিসিসিআইকে উত্তরের জন্য চার সপ্তাহ সময় দিল আদালত। গত সপ্তাহেই কেরল হাইকোর্টের অর্ডারকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন শ্রীসন্থ। কেরল হাইকোর্ট প্রথমে প্রমাণের অভাবে শ্রীসন্থের আজীবন নির্বাসন তুলে নেওয়ার রায় দিয়ে দিয়েছিল। কিন্তু বিসিসিআই বেঁকে বসায় তা আবার বহাল রেখে দেওয়া হয়।
আরও পড়ুন
ফের আইপিএল-এ ওয়ার্ন?