চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে যশপ্রীত বুমরা-র ক্যাচটা সরফরাজ আমেদ ধরার পরই মনে করা হয়েছিল আড়াই সপ্তাহের ক্রিকেট-নাটকে হয়তো যবনিকা পড়ল। কিন্তু তখন বোঝা যায়নি, বাইশ গজের নাটক শেষ হলেও মাঠের বাইরে উত্তেজনা বেড়েই চলবে।
মঙ্গলবার রাত থেকে কুম্বলে-নাটক শুরু। রাত বাড়ার সঙ্গে সঙ্গে যে নাটকের উত্তেজনাও বাড়তে থাকে। রাত আটটা নাগাদ প্রথম জানা যায়, বিরাট কোহালিদের কোচ হিসেবে দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছেন অনিল কুম্বলে। রাত দশটা নাগাদ ভারতীয় বোর্ড কুম্বলের ইস্তফার খবর সরকারি ভাবে জানিয়ে দেয়।
মনে করা হচ্ছিল, আপাতত এতেই হয়তো থেমে যাবে বিতর্কিত এই অধ্যায়। কিন্তু গভীর রাতে বিস্ফোরক বিবৃতি দিয়ে পরিস্থিতি আরও অগ্নিগর্ভ করে তুললেন কুম্বলে। ভারতীয় বোর্ডের কাছে তিনি যে ইস্তফাপত্র পাঠিয়েছেন, তাতে কোহালির দিকেই আঙুল তুলেছেন তিনি। সেই ইস্তফাপত্র আবার টুইটারে এবং ফেসবুকে পোস্ট করেন কুম্বলে। যার মোদ্দা বক্তব্য হল, ‘ক্যাপ্টেন চায়নি বলেই আমি সরে গেলাম।’