Advertisement
E-Paper

ধোনি শেষ যাঁরা বলছেন তাঁরা অপেক্ষা করুন

শনিবার বেঙ্গালুরুতে আইপিএল নাইনের নিলাম। তার আগে বৃহস্পতিবার সারাদিন কলকাতায় ব্যস্ততার মধ্যে কাটালেন নতুন ফ্র্যাঞ্চাইজি রাইজিং পুণে সুপার জায়ান্টস কোচ স্টিভন ফ্লেমিং। আনন্দবাজারের সঙ্গে একান্ত আড্ডায় ধোনি থেকে নিলাম, টি-টোয়েন্টি বিশ্বকাপ সবেতেই খুল্লমখুল্লা তিনি।

দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০১৬ ০৩:৩৯

শনিবার বেঙ্গালুরুতে আইপিএল নাইনের নিলাম। তার আগে বৃহস্পতিবার সারাদিন কলকাতায় ব্যস্ততার মধ্যে কাটালেন নতুন ফ্র্যাঞ্চাইজি রাইজিং পুণে সুপার জায়ান্টস কোচ স্টিভন ফ্লেমিং। আনন্দবাজারের সঙ্গে একান্ত আড্ডায় ধোনি থেকে নিলাম, টি-টোয়েন্টি বিশ্বকাপ সবেতেই খুল্লমখুল্লা তিনি।

প্রশ্ন: ইডেন পার্কে মার্টিন গাপ্টিলের ‘মনস্টার সিক্স’ দেখলেন?

ফ্লেমিং: আরে দেখব না কেন? নিউজিল্যান্ডের সব ক্রিকেট ফ্যানই বোধহয় এতক্ষণে বেশ কয়েক বার দেখে ফেলেছে ইউটিউবে। কী বিশাল ছক্কা! লাইভ তো দেখেছিই। পরে ইউটিউবেও বারকয়েক আমিও দেখলাম।

প্র: তার মানে শনিবার নিলামে বসার আগে নিজের দেশের ওপেনারের নাম আপনার ডায়েরিতে উঠে গিয়েছে নিশ্চয়ই?

ফ্লেমিং: না, না। তা নয়। আপনি ওর জাইগ্যান্টিক সিক্স সম্পর্কে জানতে চাইছিলেন, তাই এত কথা বললাম। তা ছাড়া নিলামে সাড়ে তিনশো প্লেয়ার থাকবে। কাকে টার্গেট করছি, কাকে নয়, সেটা এ ভাবে মিডিয়ায় বলা যাবে না। আর আইপিএলে নিলাম ব্যাপারটা এত সহজও নয় যে, যাকে মনে হবে তাকেই তুলে নেব। অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোও ওঁত পেতে আছে। অতীত অভিজ্ঞতা থেকে বলতে পারি, এই ব্যাপারটার সঙ্গে অ্যাংজাইটি, অ্যান্টিসিপেশন আর লাক—এই তিনটে বরাবর জড়িয়ে ছিল। এখনও রয়েছে।

প্র: ধোনির সঙ্গে নিলাম নিয়ে কথা হচ্ছে?

ফ্লেমিং: হওয়াটাই তো স্বাভাবিক। কিন্তু এটা নিয়ে আর কোনও প্রশ্ন করবেন না, প্লিজ।

প্র: আপনার চেন্নাই সুপার কিংগসের সেই বিখ্যাত মিডলঅর্ডার থেকে রায়না, ম্যাকালাম, জাডেজা এখন গুজরাত লায়ন্সে। ওঁদের বিকল্প হিসেবে কাদের দিকে চোখ রাখবেন নিলামে পুণে রাইজিংয়ের নিলাম টেবলে বসে?

ফ্লেমিং: চেন্নাইয়ের টিম তৈরি করতে যাচ্ছি না তো! টিমটা হবে পুণের। নতুন টিম। নতুন অঙ্ক। নতুন ভারসাম্যের দল। তবে একটা ব্যালান্সড টিম তৈরিই আমাদের প্রধান লক্ষ্য।

প্র: আপনার নতুন টিমে ইতিমধ্যেই তিন তিনটে ক্যাপ্টেন— ধোনি, স্টিভ স্মিথ, ফাফ দুপ্লেসি। এটা টিমের কাছে পজিটিভ না নেগেটিভ?

ফ্লেমিং: কেন, নেগেটিভ হবে কেন? এই তিনজনের মিলিত অভিজ্ঞতা কতটা কাজে লাগবে সেটা একবার ভাবুন। সঙ্গে অশ্বিন, অজিঙ্ক। পজিটিভ তো অবশ্যই। কই, এর আগে যখন এক টিমে দুপ্লেসি, স্মিথ, ধোনি, ব্র্যাভো—চারটে ক্যাপ্টেন খেলেছে তখনও কোনও অসুবিধে দেখেছেন কি?

প্র: তবু অনেকে কিন্তু এর ভেতর নেগেটিভ দেখছেন।

ফ্লেমিং: সে যাঁরা দেখার তাঁরা সবেতেই নেগেটিভ দেখবেন। তা নিয়ে আমি মন্তব্য করতে যাব কোন দুঃখে! আসলে পুরো ব্যাপারটাই ম্যান ম্যানেজমেন্ট। আর সেটায় কোনও খামতি আমার কোনও দিনই নেই।

প্র: গত বছর বিগ ব্যাশে আপনার টিম মেলবোর্ন স্টারসে ছিলেন কেভিন পিটারসেন। তিনি ইতিমধ্যেই বলতে শুরু করেছেন, ‘আমার তো মনে হয় না কারও আমাকে কেনার ক্ষমতা রয়েছে।’

ফ্লেমিং: (হাসতে হাসতে) দেখেছি। কেপি যেমন একটা গেম চেঞ্জার তেমনই মজাদারও। তবে আপনি প্রশ্নটা করেছেন এটাই জানতে যে, নিলামে কেপি নিয়ে কিছু ভাবছি কি না। প্লিজ, অন্য প্রশ্ন করুন।

প্র: ইয়ান চ্যাপেল তো আপনার ক্যাপ্টেন ধোনি সম্পর্কে বলেছেন ওঁর অবসরে যাওয়ার সময় এসে গিয়েছে। ধোনি নিয়ে সমালোচনা কম হচ্ছে না। আপনার প্রতিক্রিয়া কী?

ফ্লেমিং: ইয়ান কী বলেছে তা নিয়ে আমি প্রতিক্রিয়া দেব কেন? আর ধোনি শেষ যাঁরা বলছেন, তাঁরা অপেক্ষা করুন। আমার মতে ক্রিকেটকে ধোনির এখনও অনেক কিছু দেওয়ার আছে। ওর মতো ঠান্ডা মাথার ক্যালকুলেটিভ ক্যাপ্টেন আর কেউ নেই।

প্র: তাই যদি হয়, তা হলে ধোনিকে আপনারা এক বছরের জন্য ক্যাপ্টেন করলেন কেন?

ফ্লেমিং: ওটা টিম ম্যানেজমেন্টের ব্যাপার।

প্র: টি-টোয়েন্টি বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। আপনার ফেভারিট কে?

ফ্লেমিং: ধোনির টিম অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি সিরিজটা যে রকম দাপটের সঙ্গে জিতে এল তার পর ভারতকেই ফেভারিট বাছব। মনে রাখবেন অস্ট্রেলিয়ায় গিয়ে যে কোনও ফর্ম্যাটের ক্রিকেটেই অস্ট্রেলিয়াকে এ ভাবে সিরিজ হারিয়ে আসাটা বিরাট বড় অ্যাচিভমেন্ট।

প্র: আর নিউজিল্যান্ড?

ফ্লেমিং: ভাল বলেছেন। গত বছর পঞ্চাশ ওভারের বিশ্বকাপে তো আমরা রানার্স। কিন্তু টি-টোয়েন্টি উপমহাদেশে হবে। ট্রেন্ট বোল্ট, কোরি অ্যান্ডারসনরা যত তাড়াতাড়ি উপমহাদেশের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারবে তত সফল হবে।

প্র: এশিয়া কাপ আগে প়ঞ্চাশ ওভারের টুর্নামেন্ট ছিল এ বার বিশ্বকাপের মুখে সেটাও টি-টোয়েন্টি। এটা কি ক্রিকেটের জন্য ভাল বিজ্ঞাপন?

ফ্লেমিং: সরি। আপাতত আমার পুণে টিম নিয়েই ভাবছি। অন্য কিছু নয়। এ ব্যাপারে তাই কোনও উত্তর দিতে পারছি না।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy