ম্যাথু হেডেন। ২০০৯-এ আইপিএল-এর দ্বিতীয় বর্ষে ১২ ম্যাচে ৫৭২ রান করে সেরা ব্যাটসম্যান নির্বাচিত হয়েছিলেন অজি ওপেনার ম্যাথু হেডেন। চেন্নাই সুপার কিঙ্গস-এর হয়ে এই কৃতিত্বের মালিক হন তিনি। কোনও শতরান না করলেও পাঁচটি অর্ধশতরান ছিল তাঁর দখলে। তাঁর ব্যবহৃত ‘মঙ্গুজ ব্যাট’ এখনও বেশ জনপ্রিয়। স্টাইক রেট ছিল ১৪৪.৮১।
সচিন তেন্ডুলকর। ‘গড অফ ক্রিকেট’, মাস্টার ব্লাস্টার কতই না নাম তাঁর। ২০১০ সালে আইপিএল-এর তৃতীয় সংস্করণে ‘কমলা টুপি’-র সম্মান ওঠে সচিনের মাথায়। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে পাঁচটি অর্ধশতরান সমেত ১৫ ম্যাচে ৬১৮ রান করে এই শিরোপা পান তিনি। আজীবন মুম্বই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত আছেন এই মুম্বইকর। স্ট্রাইক রেট ছিল ১৩২.৬১।
বিরাট কোহালি। এক টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়েন বিরাট। ২০১৬ সালে নবম সিজনে মাত্র ১৬ ম্যাচে ৯৭৩ রান করে এই নজির গড়েন ভারতীয় ক্রিকেটের ‘গ্ল্যামার বয়’। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহালি এই সিজনে চারটি শতরান এবং সাতটি অর্ধশতরান করে অরেঞ্জ ক্যাপ পান। স্টাইক রেট ছিল ১৫২.০৩। এই সিজনে রানার্স হয় বিরাটের আরসিবি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or
By proceeding you agree with our Terms of service & Privacy Policy