Advertisement
০৭ মে ২০২৪
Sports News

প্রত্যাবর্তনে খুশি টাইগার

বাহামাসে প্রত্যাবর্তনটা সুখের হল না টাইগার উডসের। হিরো ওয়ার্ল্ড চ্যালেঞ্জ গল্ফের প্রথম রাউন্ডে আঠারো জনের মধ্যে সতেরোয় শেষ করলেন তিনি। প্রাক্তন বিশ্বসেরা মার্কিন মহাতারকা ১৫ মাস পর চোট কাটিয়ে প্রতিযোগিতামূলক গল্ফে ফিরে স্কোর করলেন ওয়ান ওভার পার ৭৩।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৬ ০৪:২৬
Share: Save:

বাহামাসে প্রত্যাবর্তনটা সুখের হল না টাইগার উডসের। হিরো ওয়ার্ল্ড চ্যালেঞ্জ গল্ফের প্রথম রাউন্ডে আঠারো জনের মধ্যে সতেরোয় শেষ করলেন তিনি। প্রাক্তন বিশ্বসেরা মার্কিন মহাতারকা ১৫ মাস পর চোট কাটিয়ে প্রতিযোগিতামূলক গল্ফে ফিরে স্কোর করলেন ওয়ান ওভার পার ৭৩। তবে ৪০ বছরের উডসের ফর্মের ঝলকও পাওয়া গেল। বার্ডি দিয়ে এ দিন শুরু করার পর। এক সময় শীর্ষেও উঠে এসেছিলেন তিনি। ১৪ বারের মেজর ও ৭৯টি পিজিএ ট্যুর খেতাব জয়ী আটটা হোলে বার্ডি মারেন চারটে। এর পরই ছন্দপতন। ন’নম্বর হোলে বোগি আর টাইগারের দৌড় থেমে যাওয়া।

প্রথম দিনের শেষে অ্যালবানি গল্ফ ক্লাবের বেসরকারি টুর্নামেন্টে শীর্ষে থাকা জেবি হোমসের থেকে উডস পিছিয়ে নয় শটে। যাঁর সঙ্গে এ দিন টানা তৃতীয় বার্ডি মারার পর টাইগার যুগ্ম শীর্ষে ছিলেন। তবে এত দিন টুর্নামেন্টের বাইরে থাকার ব্যাপারটা মাথায় রাখলে শুক্রবার টাইগারের পারফরম্যান্স খুব খারাপ ছিল না। গত বছর অগস্টে শেষ বার প্রতিযোগিতায় নামা টাইগার বলছেন, ‘‘এই কোর্সে সব ভাল গেলে দারুণ। কিন্তু খারাপ হলে খুব খারাপ যায়। তবে আমি নিজের পারফরম্যান্সে খুশি। আশা করছি শেষ রাউন্ড পর্যন্ত যাব।’’ তবে দ্বিতীয় দিন চ্যালেঞ্জটা সোজা হবে না। একে নয় শটে পিছিয়ে উডস। শীর্ষে থাকা হোমস সাতটা বার্ডি ও একটা ঈগল মেরে আট আন্ডার পার ৬৪ স্কোরে আছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tiger Woods Golf
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE