Advertisement
০৯ নভেম্বর ২০২৪

বিশ্রামের মধ্যেই তৈরি হচ্ছেন উডস, সামনে ওয়েলস ফারগো চ্যাম্পিয়নশিপ

টাইগার স্বীকার করেছেন, কোমরে অস্ত্রোপচারের পরে আরও একবার যে ক্লাব হাতে ফিরতে পারবেন তা ভাবতে পারেননি।

লক্ষ্য: অগস্টায় নামার পরে আত্মবিশ্বাস তুঙ্গে উডসের। ছবি: এপি

লক্ষ্য: অগস্টায় নামার পরে আত্মবিশ্বাস তুঙ্গে উডসের। ছবি: এপি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৪ মে ২০১৮ ০৪:১৩
Share: Save:

কোমরে অস্ত্রোপচারের পর থেকে কোনও প্রতিযোগিতায় সে ভাবে নজর কাড়তে পারেননি গল‌্ফার টাইগার উডস । গত মাসে অগস্টা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে ৩২ নম্বরে শেষ করেন। পরের দশ দিন গল্‌ফের ক্লাবটি ছুঁয়েও দেখেননি। তবে আসন্ন ওয়েলস ফারগো চ্যাম্পিয়নশিপে আরও একবার ক্লাব হাতে রাজত্ব করার স্বপ্ন দেখছেন টাইগার উডস।

বৃহস্পতিবার সাংবাদিকদের সে কথাই জানালেন কিংবদন্তি গল‌্ফার। বললেন, ‘‘হারের পরের দশ দিন ক্লাব ছুঁয়েও দেখিনি। ভেবেছি কী ভাবে এই সময় থেকে ঘুরে দাঁড়াব। এখন বেশ ফুরফুরে মেজাজে রয়েছি। সামনের প্রতিযোগিতার জন্য এই বিশ্রামটা খুবই দরকার ছিল।’’

টাইগার স্বীকার করেছেন, কোমরে অস্ত্রোপচারের পরে আরও একবার যে ক্লাব হাতে ফিরতে পারবেন তা ভাবতে পারেননি। তাই প্রতিযোগিতা জেতার থেকেও অংশ নিতে পেরেই তিনি খুশি। টাইগারের বক্তব্য, ‘‘সেপ্টেম্বরে আমার যা অবস্থা ছিল তাতে ক্লাব তুলতে পারব সেটাই জানতাম না। আরও একবার ১১৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় শট মারতে পারব সেটাও ভাবিনি। অস্ত্রোপচারের পরে দ্রুত কোর্সে ফিরতে পেরেছি। প্রতিযোগিতা জেতার থেকেও এটাই যেন আমার বড় প্রাপ্তি।’’ সঙ্গে যোগ করেছেন, ‘‘তবে আগের থেকে এখনকার প্রতিযোগীরা যেন আরও শক্তিশালী। অগস্টায় কঠিন প্রতিপক্ষের সঙ্গে লড়তে পেরে আত্মবিশ্বাস ফিরে পেয়েছি।’’

টাইগারের মনে হচ্ছে, হারিয়ে যাওয়া সেই আত্মবিশ্বাসটা ধরে রাখতে পারলে ওয়েলস ফারগো চ্যাম্পিয়নশিপে হয়তো নিজের খেলায় আরও উন্নতি করতে পারবেন।

অন্য বিষয়গুলি:

Tiger Woods Wells Fargo Championship Golfer Golf
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE