Advertisement
E-Paper

হকি স্টিকের জাদু দেখিয়ে ভারত জয়

ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টে়ডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে নিউজ়িল্যান্ড তোলে ছয় উইকেটে ২১৯। বিধ্বংসী সাইফার্ট করে যান ৪৩ বলে ৮৪। মারেন সাতটি চার, ছয়টি ছয়। তাঁর ব্যাট থেকে প্রায় সব রকম শটের ফুলঝুরিই দেখা গিয়েছে। সুইপ, রিভার্স সুইপ, সুইচ-হিট, কাট, ড্রাইভ, স্লগ সুইপ। বিশেষ করে দেখা গিয়েছে তাঁর বটম হ্যান্ডের শক্তি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০১৯ ০৪:২৩
দুরন্ত: ভারতীয় বোলিংকে একাই চূর্ণ করলেন টিম সাইফার্ট।— ছবি এএফপি।

দুরন্ত: ভারতীয় বোলিংকে একাই চূর্ণ করলেন টিম সাইফার্ট।— ছবি এএফপি।

ছোটবেলায় একইসঙ্গে দু’টো খেলায় দাপট দেখাতেন তিনি। বয়সভিত্তিক প্রতিযোগিতায় যেমন ক্রিকেট খেলেছেন নিয়মিত, তেমন চুটিয়ে খেলেছেন হকিও। কেউ কেউ এখনও মনে করেন, হকিতেও অনেক দূর যেতে পারতেন ২৪ বছর বয়সি এই তরুণ। শেষ পর্যন্ত অবশ্য ক্রিকেটকেই বেছে নেন তিনি। আর সেই হকির মাঠ থেকে আসা টিম সাইফার্টই বুধবার দুরন্ত ইনিংস খেলে হারিয়ে দিয়ে গেলেন ভারতকে।

ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টে়ডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে নিউজ়িল্যান্ড তোলে ছয় উইকেটে ২১৯। বিধ্বংসী সাইফার্ট করে যান ৪৩ বলে ৮৪। মারেন সাতটি চার, ছয়টি ছয়। তাঁর ব্যাট থেকে প্রায় সব রকম শটের ফুলঝুরিই দেখা গিয়েছে। সুইপ, রিভার্স সুইপ, সুইচ-হিট, কাট, ড্রাইভ, স্লগ সুইপ। বিশেষ করে দেখা গিয়েছে তাঁর বটম হ্যান্ডের শক্তি।

কী ভাবে এল শটের এত বৈচিত্র? বছরখানেক আগে নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে নর্দার্ন ডিস্ট্রিক্টের হয়ে ওয়েলিংটনের বিরুদ্ধে ৪০ বলে সেঞ্চুরি করেছিলেন সাইফার্ট। এবং তার পরে ফাঁস করেছিলেন তাঁর সাফল্যের রহস্য। বলেছিলেন, ‘‘আমি ছোটবেলা থেকেই হকি খেলেছি। আমার মনে হয়, হকি খেলতাম বলেই এখন আমার হাতে এত রকমের বিচিত্র শট।’’

ক্রিকেট, হকি পাশাপাশি খেলার পরে বাইশ গজে দাপট দেখিয়েছেন, এমন এক জন ব্যাটসম্যানের কথা উঠলে, সবার আগে ভেসে উঠবে দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্সের নাম। যাঁর শটের বৈচিত্র দেখে নামকরণই হয়ে গিয়েছিল, ‘৩৬০ ডিগ্রি ব্যাটসম্যান।’ দক্ষিণ আফ্রিকার জন্টি রোডসও চুটিয়ে দু’টো খেলাই খেলেছেন। এবং তাঁর হাতেও বিভিন্ন ধরনের শট মজুত ছিল। বুধবার ধারাভাষ্য দেওয়ার সময় নিউজিল্যান্ডের প্রাক্তন পেসার সাইমন ডুল বলছিলেন, ‘‘সাইফার্ট ছোটবেলায় নিয়মিত হকি খেলত। ও খুব ভাল হকি খেলোয়াড় ছিল। যেটা এখন ওকে ক্রিকেটে সাহায্য করছে। সাইফার্টের বটমহ্যান্ড (ব্যাট ধরার সময় ডান হাতি ব্যাটসম্যানের ডান হাত) খুব শক্তিশালী। বটমহ্যান্ডের মোচড়ে ও বলগুলোকে অনেক দূর পাঠাতে পারছে। হকি খেলার উপকারিতা এটা।’’ সাইফার্ট নিজেও বলেছেন, ‘‘আমি হকি এবং ক্রিকেটে বয়সভিত্তিক প্রতিযোগিতায় নিয়মিত খেলেছি। হকি খেলাটা খুবই উপভোগ করতাম। এখন মনে হচ্ছে, হকি খেলাটা খুব কাজে দিচ্ছে।’’

বুধবার সাইফার্টের বিধ্বংসী ইনিংস দেখার পরে সোশ্যাল মিডিয়ায় এই নবাগতের সঙ্গে ব্রেন্ডন ম্যাকালামের তুলনা শুরু হয়ে গিয়েছে। সাইফার্টও স্বীকার করে নিয়েছেন, তাঁর শৈশবের নায়ক ছিলেন ম্যাকালামই। সাংবাদিক বৈঠকে এসে তিনি বলেছেন, ‘‘আমি এক জন উইকেটকিপার ব্যাটসম্যান। স্বাভাবিক ভাবেই আমার সব চেয়ে পছন্দের ক্রিকেটারের নাম ব্রেন্ডন ম্যাকালাম। ছোটবেলা থেকেই ওর খেলা দেখেছি। নিউজিল্যান্ড ক্রিকেটের জন্য ও অনেক কিছু করেছে। ওর মতো ইনিংস খেলতে চাই আমিও।’’

বাঁ হাতি স্পিনার ক্রুণাল পাণ্ড্যকে মারা তাঁর একটি সুইচ-হিট বাউন্ডারি নিয়েও আলোচনা শুরু হয়েছে। সাইফার্ট বলেছেন, ‘‘আমি এ সব শট বিশেষ প্র্যাক্টিস করি না। পরিস্থিতি দেখে মেরে দিই। এ দিন যেমন হল।’’

স্কোরকার্ড
নিউজ়িল্যান্ড ২১৯-৬ (২০)
ভারত ১৩৯ (১৯.২)

নিউজ়িল্যান্ড
টিম সাইফার্ট বো খলিল ৮৪•৪৩
কলিন মুনরো ক শঙ্কর বো ক্রণাল ৩৪•২০
উইলিয়ামসন ক হার্দিক বো চহাল ৩৪ •২২
মিচেল ক কার্তিক বো হার্দিক ৮•৬
টেলর ক খলিল বো ভুবনেশ্বর ২৩•১৪
গ্র্যান্ডহোম ক (সিরাজ) বো হার্দিক ৩•৪
স্যান্টনার ন. আ. ৭•৪
কুখেলাইন ন. আ. ২০•৭
অতিরিক্ত ৬
মোট ২১৯-৬ (২০)
পতন: ১-৮৬ (মুনরো, ৮.২), ২-১৩৪ (সাইফার্ট, ১২.৪), ৩-১৬৪ (মিচেল, ১৪.৬), ৪-১৬৪ (উইলিয়ামসন, ১৫.১), ৫-১৮৯ (গ্র্যান্ডহোম, ১৭.৫), ৬-১৯১ (টেলর, ১৮.১)।
বোলিং: ভুবনেশ্বর কুমার ৪-০-৪৭-১, খলিল আহমেদ ৪-০-৪৮-১, ক্রুণাল পাণ্ড্য ৪-০-৩৭-১, হার্দিক পাণ্ড্য ৪-০-৫১-২, যুজবেন্দ্র চহাল ৪-০-৩৫-১।

ভারত
রোহিত ক ফার্গুসন বো সাউদি ১•৫
ধওয়ন বো ফার্গুসন ২৯•১৮
শঙ্কর ক গ্র্যান্ডহোম বো স্যান্টনার ২৭•১৮
ঋষভ পন্থ বো স্যান্টনার ৪•১০
ধোনি ক ফার্গুসন বো সাউদি ৩৯•৩১
কার্তিক ক সাউদি বো সোধি ৫•৬
হার্দিক ক মিচেল বো সোধি ৪•৪
ক্রুণাল ক সাইফার্ট বো সাউদি ২০•১৮
ভুবনেশ্বর ক সাইফার্ট বো ফার্গুসন ১•৩
যুজবেন্দ্র চহাল বো মিচেল ১•৩
খলিল আহমেদ ন. আ. ১•১
অতিরিক্ত ৭
মোট ১৩৯ (১৯.২)
পতন: ১-১৮ (রোহিত, ২.২), ২-৫১ (ধওয়ন, ৫.৩), ৩-৬৪ (পন্থ, ৮.২), ৪-৬৫ (শঙ্কর, ৮.৪), ৫-৭২ (কার্তিক, ১০.২), ৬-৭৭ (হার্দিক, ১০.৬), ৭-১২৯ (ক্রুণাল, ১৬.৬), ৮-১৩২ (ভুবনেশ্বর, ১৭.৫), ৯-১৩৬ (ধোনি, ১৮.৬), ১০-১৩৯ (চহাল, ১৯.২)।
বোলিং: টিম সাউদি ৪-০-১৭-৩, স্কট কুখেলাইন ২-০-৩৪-০, লকি ফার্গুসন ৪-০-২২-২, মিচেল স্যান্টনার ৪-০-২৪-২, ডারিল মিচেল ২.২-০-১৩-১, ইশ সোধি ৩-০-২৬-২।

Cricket India vs New Zealand 2019 India New Zealand Tim Seifert
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy