Advertisement
E-Paper

বারাসতে আজ লড়াই মুখোশ বনাম মুম্বই

ভারতীয় ফুটবলের ইতিহাসে কোনও কোচের মুখোশ পরে গ্যালারিতে বসে আছেন তাঁর দলের অসংখ্য সমর্থক। এ ঘটনা নজিরবিহীন।

তানিয়া রায়

শেষ আপডেট: ১৩ মার্চ ২০১৬ ০২:৫৮
প্রতিবাদের ভাষা। বাগানময় সঞ্জয়-মুখোশ। শনিবার।-শঙ্কর নাগ দাস

প্রতিবাদের ভাষা। বাগানময় সঞ্জয়-মুখোশ। শনিবার।-শঙ্কর নাগ দাস

কয়েক হাজার সঞ্জয় সেনের মুখোমুখি এ বার খালিদ জামিলের মুম্বই এফসি!

ভারতীয় ফুটবলের ইতিহাসে কোনও কোচের মুখোশ পরে গ্যালারিতে বসে আছেন তাঁর দলের অসংখ্য সমর্থক। এ ঘটনা নজিরবিহীন।

আজ রবিবার বারাসতে আই লিগের ম্যাচে সেই ঘটনাই ঘটতে চলেছে।

ফেডারেশন নজিরবিহীন শাস্তি দেওয়ায় দেশের সেরা কোচ মোহনবাগানের সঞ্জয় সেন আজ বসবেন গ্যালারিতে। আর এআইএফএফের ‘অন্যায়’ এই সিদ্ধান্তের প্রতিবাদেই তার আশেপাশে বসবেন অসংখ্য মুখোশের ‘বাগান-কোচ’। ম্যাচের চব্বিশ ঘণ্টা আগেই যা চলে এসেছে বাগান তাঁবুতে। বিতরণের জন্য।

আর যা দেখে শনিবার সকালে বাগান অনুশীলনে কঠোর সনি নর্ডিদের কোচও কেমন যেন আবেগপ্রবণ! ‘‘সমর্থকদের এই ভালবাসার মান রাখতে হবে আমাদের। সে জন্য জিততে হবে। ওদের মুখের হাসি যাতে মিলিয়ে না যায়, সেটা দেখাই আমাদের কাজ।’’

হংকং-এ আন্তর্জাতিক ম্যাচে চমকপ্রদ জয়ের পর আবার সনি-কর্নেল গ্লেনদের ফোকাস দেশের সেরা টুর্নামেন্টে। ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে বেঙ্গালুরু। আইজলে নাটকীয়ভাবে ম্যাচ জিতে ইস্টবেঙ্গলও ফেরার চেষ্টা করছে খেতাবের লড়াইতে। এই অবস্থায় লিগ শীর্ষে থাকার জন্য বাগানের সামনে ‘মিশন মুম্বই’ ছাড়া আর কোনও রাস্তা নেই। যে টিমটা কুপারেজে আটকে দিয়েছিল বাগান-রথকে, তাদের ঘরের মাঠে পিষে ফেলার জন্য এটাই যে সেরা সময়।

খালিদ জামিলের মধ্যে অনেকেই মুম্বইয়ের আর এক কোচের ছায়া দেখেন, তিনি এয়ার ইন্ডিয়ার বিমল ঘোষ। কম শক্তি নিয়ে তারকাসমৃদ্ধ দলকে সমস্যায় ফেলার জন্য বিমলের মতো খালিদও এখন প্রশংসা পাচ্ছেন ফুটবলমহলে। বাগানের বিরুদ্ধে তাঁর অস্ত্র কী? চতুর মুম্বই কোচ অবশ্য নিজের তাস খেলেননি। উল্টে টিমের ফুটবলারদের চোটের একটা বড় তালিকা দিয়েছেন এ দিনের সাংবাদিক সম্মেলনেই। লক্ষ্য অবশ্যই বিপক্ষকে আত্মতুষ্ট করে দেওয়া। খালিদ এ দিন দাবি করেছেন, তাঁর টিমের দু’ই বিদেশি সন মিন চল এবং তাইসুকের চোট আছে। আরাতা ইজুমিও পুরো ফিট নন। আশুতোষ মেহতাকে নিয়েও অনিশ্চয়তা রয়েছে। ভোটের প্রচারের জন্য ছুটি নিয়েছেন রহিম নবি। প্রদীপের জ্বর। এ সব বলার পর অবশ্য খালিদ বলেছেন, ‘‘তিন পয়েন্ট পাওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামব। তবে এক পয়েন্ট পেলেও ক্ষতি নেই। কোনও ভাবেই খালি হাতে আমরা ফিরব না।’’

মুম্বই এক পয়েন্ট পেলেই বাগানের অবশ্য সর্বনাশ। সে জন্যই নিজের সাসপেনশনের প্রভাব যাতে টিমের উপর না পড়ে তা নিয়ে প্রচণ্ড সতর্ক বাগান কোচ। সঞ্জয় প্রসঙ্গটা তুলতেই চাইছেন না টিমের ফোকাস নড়ে যাবে বলে। কিন্তু তাতে কী সব কিছু ধামাচাপা দেওয়া সম্ভব? না, একেবারেই না। বরং এ দিন সকালে প্র্যাকটিসের পর সনি নর্ডির মতো শান্ত ফুটবলারও বলে দিয়েছেন, ‘‘জিতেই আমরা সব অবিচারের উত্তর দেব।’’ শনিবার সকালে বাগান তাঁবু ঘুরে মনে হল, সনির মতো তাঁর পুরো টিম যেন খেলতে নামছে মুম্বই নয়, ফেডারেশনের অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। এবং সেটা যদি আগুন হয়ে মাঠে ছড়ায়, তা হলে আজকের ম্যাচ জমে যাবে।

বাগান ডিফেন্সের নির্ভরযোগ্য ডিফেন্ডার লুসিয়ানো সাব্রোসা বলছিলেন, ‘‘মুম্বই খুব শক্তিশালী টিম। রাফ ফুটবল খেলে। আমাদের সতর্ক থাকতে হবে ঠিকই, তবে তিন পয়েন্ট ছাড়া দ্বিতীয় কিছু ভাবছি না।’’ আর সনির মন্তব্য, ‘‘জাতীয় দলে খেলার জন্য আইজল ম্যাচে আমি থাকতে পারব না। তাই এই ম্যাচ জিতিয়ে টিমকে শীর্ষে রেখে দিয়ে যেতে চাই। ফিরে এসে ডার্বি খেলব।’’

মুম্বই যতই মারপিট করে খেলুক, তার দাওয়াই এ বার তৈরি করে রেখেছেন সঞ্জয়। ফুটবলারদের সেই মতো টিপসও দিয়েছেন বলে খবর। এ দিন অবশ্য হালকা প্র্যাকটিসই হয়েছে বাগানে। ফিজিক্যাল ট্রেনিংয়ের সঙ্গে শ্যুটিং প্র্যাকটিস। টানা ম্যাচ খেলার ক্লান্তি যাতে ফুটবলারদের মধ্যে না আসে সেটাই ছিল লক্ষ্য। জানা গিয়েছে, ধনচন্দ্র বা রাজু গায়কোয়াড়ের টিমে ফেরার সম্ভাবনা কম। মোটামুটি হংকং ম্যাচের টিম ধরে রাখতে চান সঞ্জয়। তবে অনূর্ধ্ব-২২ ফুটবলার হিসেবে দলে ঢুকতে পারেন মণীশ ভার্গব। যে নিয়ম নিয়ে এ দিন আবার সরব হয়েছেন কর্নেল গ্লেন। ফেডারেশনের বিরুদ্ধে তোপ দেগে বলছেন, ‘‘বোগাস নিয়ম।’’ আসলে বাগান চাইছে যে কোনও পরিস্থিতিতে আজ তিন পয়েন্ট পেতে। যাতে বাকি টিমগুলোর সঙ্গে পয়েন্টের ব্যবধান বাড়ে। ‘‘আমাদের জেতা ছাড়া কোনও উপায় নেই। আমি গ্যালারিতেই থাকি আর যেখানেই থাকি, ছেলেদের মাঠে নেমে সেরাটা দিতে হবে। স্পোর্টিং ক্লুব ম্যাচের দিনও আমি অসুস্থ হয়ে বাড়িতে ছিলাম। টিম তো জিতেছিল,’’ বলছিলেন আত্নবিশ্বাসী বাগান কোচ।

সঞ্জয়ের পরামর্শ মেনেই ম্যাচ চলাকালীন যাবতীয় সিদ্ধান্ত নেবেন বলে জানিয়ে দিয়েছেন সহকারী কোচ শঙ্করলাল চক্রবর্তী। তাঁর দাবি, ‘‘সঞ্জয়দা আমার পাশেই রয়েছে সারাক্ষণ। আমরা দু’জনে আলোচনা করেই সব কিছু ঠিক করছি। ওর পরামর্শ মেনেই যাবতীয় সিদ্ধান্ত নেব।’’

কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচে রিজার্ভ বেঞ্চে কোচের থাকা বা না থাকার মধ্যে পার্থক্য যে অনেক। দেখার, সনিরা কী করেন?

জিতল সালগাওকর : সাম্প্রতিক ভাল ফর্ম ধরে রাখল সালগাওকর। শনিবার শিলং লাজংয়ের বিরুদ্ধে ১-০ জিতল সালগাওকর। ম্যাচের একমাত্র গোল করেন গিলবার্ট অলিভিয়েরা। বাকি ম্যাচে আরও সুযোগ তৈরি করেও ব্যবধান বাড়াতে পারেনি সালগাওকর। জয়ের সৌজন্যে লিগ টেবলের ছ’নম্বরে থাকল সালগাওকর।

রবিবারে

আই লিগমোহনবাগান : মুম্বই এফসি (বারাসত, ৭-০৫), শিবাজিয়ান্স : স্পোর্টিং ক্লুব (পুণে, ৭-০০)।

i league mohun bagan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy