আজকের দিনেই ২০০৮ সালে শুরু হয়েছিল আইপিএল। আজ আইপিএল-এর নবম জন্মদিন। কী ভাবে শুরু হল বিশ্বখ্যাত এই আইপিএল? একবার ফিরে দেখা যাক। ২০০৭ এ বিসিসিআই আইপিএল কমিটি গঠিত হয়। সেবার ফাইনাল ম্যাচ হয়েছিল ১ জুন ২০০৮।
৮ দল
রাজস্থান রয়্যালস, কিংস একাদশ পঞ্জাব, চেন্নাই সুপার কিংস, দিল্লি ডেয়ার ডেভিলস, মুম্বই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, ডেকান চার্জার্স।
খেলার ফরম্যাট
ডবল রাউন্ড রবিন গ্রুপ স্টেজ। হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ খেলার পর সেরা চার দলের মধ্যে দুটো সেমিফাইনাল তার পর ফাইনাল।
আইকন প্লেয়ার
সে বার আইকনের তালিকায় ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবির, যুবরাজ সিংহ ও বীরেন্দ্র সহবাগ।
সব থেকে দামী প্লেয়ার
প্রথম বছর সব থেকে বেশি দামে বিক্রি হয়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। তাঁর দাম ছিল ১.৫ মিলিয়ন ইউএস ডলার।
ভেন্যু
আটটি ভেন্যু ছিল কলকাতার ইডেন গার্ডেন, বেঙ্গালুরুর চিন্নাস্বামী, নবি মুম্বইয়ের ডিওয়াই পটেল, হায়দরাবাদের রাজীব গাঁধী, দিল্লির ফিরোজ শাহ কোটলা, জয়পুরের সোয়াই মানসিংহ স্টেডিয়াম, চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়াম, মুম্বইয়ের ওয়াংখেড়়ে, মোহালির পিসিএ স্টেডিয়াম।
চার সেমিফাইনালিস্ট
রাজস্থান রয়্যাল্স, কিংস একাদশ পঞ্জাব, চেন্নাই সুপার কিংস ও দিল্লি ডেয়ার ডেভিলস।
দুই ফাইনালিস্ট
চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস।
চ্যাম্পিয়ন
রাজস্থান রয়্যাল্সের ৩ উইকেটে জয়।
টুর্নামেন্টের সেরা প্লেয়ার
রাজস্থান রয়্যালসের শেন ওয়াটসন। করেন মোট ৪৭২ রান নেন ১৭ উইকেট।
সর্বোচ্চ রান
পঞ্জাবের শন মার্শ। করেন ৬১৬ রান।
সর্বোচ্চ উইকেট
রাজস্থানের সোহেল তনভীর। নেন ২২ উইকেট।
আরও খবর
দলের হারের দিন রেকর্ডে বিরাট