দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
করমর্দন বিতর্কে ঝড় বয়ে গিয়েছে এশিয়া কাপে। শেষ হওয়া তো দূরের কথা, বিতর্ক ক্রমশ বাড়ছে। রবিবার ভারত-পাকিস্তান ম্যাচ থেকে নাটকের সূত্রপাত। এর পর ভারত আজই প্রথম নামছে। গ্রুপের শেষ ম্যাচে প্রতিপক্ষ ওমান। এই গ্রুপ থেকে ভারত এবং পাকিস্তান ইতিমধ্যেই সুপার ফোরে উঠে গিয়েছে। ফলে আজকের ম্যাচে পরীক্ষানিরীক্ষা সেরে নিতে পারেন গৌতম গম্ভীর-সূর্যকুমার যাদবেরা। খেলা রাত ৮টা থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।
আলিপুর আদালতে এসএসসি নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের মামলার বিচারপ্রক্রিয়া শুরু হবে আজ। রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও শান্তিপ্রসাদ সিন্হা, সুবীরেশ ভট্টাচার্য, নীলাদ্রি ঘোষেরা এই মামলায় অভিযুক্ত। আগেই হয়েছে চার্জ গঠন। অভিযুক্তেরা নিজেদের নির্দোষ বলে দাবি করেছেন বার বার। সুপ্রিম কোর্টের নির্দেশে এ বার বিচারপ্রক্রিয়া শুরু হচ্ছে। সিবিআই ইতিমধ্যে আট জন সাক্ষীর নাম আদালতে জমা দিয়েছে। আজ তাঁদের সাক্ষ্যগ্রহণ শুরু হবে।
করমর্দন বিতর্কে নতুন সংযোজন ক্ষমা-বিতর্ক। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট পাকিস্তান দলের কাছে ক্ষমা চেয়েছেন কি না, তা নিয়ে চলছে জল্পনা। পাকিস্তানের দাবি, তিনি ক্ষমা চেয়েছেন। আইসিসির বক্তব্য, ম্যাচ রেফারি হিসাবে কোনও ভুল করেননি পাইক্রফ্ট। তাই ক্ষমা চাওয়ার প্রশ্ন নেই। তিনি শুধু নিজের ব্যাখ্যা দিয়েছেন। এই বিতর্কের সব খবর।
বিশ্ব অ্যাথলেটিক্স আজ সপ্তম দিনে পড়ছে। মহিলাদের জ্যাভলিনে নামছেন ভারতের অন্নু রানি। ফাইনালের যোগ্যতা অর্জন পর্বে তাঁর ইভেন্ট বিকেল ৪টে থেকে। পুরুষদের ৫,০০০ মিটার হিটে নামবেন গুলবীর সিংহ। এই ইভেন্ট বিকেল ৪:৩৫ থেকে। সম্প্রচার স্টার স্পোর্টস সিলেক্ট ১ চ্যানেল ও জিয়ো হটস্টার অ্যাপে।
আকাশপথের পর এ বার স্থলপথেও গাজ়া শহরে হামলা শুরু করেছে ইজরায়েলি সেনা। ধারাবাহিক হামলায় বিধ্বস্ত গাজ়া ভূখণ্ডের অন্যতম বড় এই শহর। সংবাদমাধ্যম বিবিসির একটি প্রতিবেদন অনুযায়ী, ইতিমধ্যে গাজ়া শহর দখলের লক্ষ্যে পুরোদমে অভিযান শুরু করে দিয়েছে ইজ়রায়েল। প্রাণভয়ে গাজ়া শহর ছেড়ে পালাচ্ছেন সাধারণ প্যালেস্টাইনিরা। গাজ়া ভূখণ্ডের দক্ষিণ দিকে পালাতে শুরু করেছেন তাঁরা। এই সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।
সাগরে কিছু দিন আগেই ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল। এখন তা পূর্ব বিহার এবং সংলগ্ন অঞ্চলের উপরে রয়েছে। এর প্রভাবেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। তার ফলে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি চলবে দক্ষিণেও। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।