কাল চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সেমিফাইনাল ম্যাচ। তার আগে রোহিত শর্মার দলের সব খবর। আইএসএলে আজ চেন্নাইয়িন এফসির সঙ্গে নর্থইস্ট ইউনাইটেডের ম্যাচ। জিতলেই নর্থইস্টের প্রথম ছয়ে থাকা নিশ্চিত হয়ে যাবে। রয়েছে স্প্যানিশ লিগের ম্যাচ, এফএ কাপ।
সেমিফাইনালের আগে কী ভাবে তৈরি হচ্ছেন রোহিতেরা?
ঠিক হয়ে গেল চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল লাই-আপ। রবিবার ভারত-নিউ জ়িল্যান্ড ম্যাচের পরেই ঠিক হয়ে গেল কোন দল কাদের বিরুদ্ধে খেলবে। আজ বিশ্রাম। মঙ্গলবার রোহিত শর্মা, বিরাট কোহলিদের সেমিফাইনাল ম্যাচ। কী ভাবে তৈরি হচ্ছে ভারত? রোহিতদের শিবিরের সব খবর।
আজ আইএসএলে খেলবে নর্থইস্ট, চেন্নাইয়িনকে হারাতেপারলেই সুপার সিক্স নিশ্চিত

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
আইএসএলে আজ চেন্নাইয়িন এফসির সঙ্গে নর্থইস্ট ইউনাইটেডের ম্যাচ। সুপার সিক্সে ওঠার আর কোনও সম্ভাবনা নেই। তাদের ২২ ম্যাচে ২৪ পয়েন্ট। নর্থইস্ট এখন ষষ্ঠ স্থানে রয়েছে। তাদের ২২ ম্যাচে ৩২ পয়েন্ট। আজ জিতলেই নর্থইস্টের প্রথম ছয়ে থাকা নিশ্চিত হয়ে যাবে। চেন্নাইয়ে খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
স্প্যানিশ লিগে ভিয়ারিয়াল বনাম এসপানিয়ল ম্যাচ
স্প্যানিশ লিগে আজ একটিই ম্যাচ। মুখোমুখি ভিয়ারিয়াল ও এসপানিয়ল। ভিয়ারিয়াল ২৫ ম্যাচে ৪৪ পয়েন্টে রয়েছে। এসপানিয়ল অনেক নীচে। তাদের ২৫ ম্যাচে ২৭ পয়েন্ট। আজ খেলা শুরু রাত ১:৩০ থেকে।
এফএ কাপে নটিংহ্যাম ফরেস্ট বনাম ইপসউইচ টাউন খেলা
ইংল্যান্ডের এফএ কাপে আজ একটিই ম্যাচ। নটিংহ্যাম ফরেস্ট খেলবে ইপসউইচ টাউনের বিরুদ্ধে। খেলা শুরু রাত ১টায়।